• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বড়সড় চাপের মুখে অমিতাভ বচ্চন! গল্পচুরির অভিযোগে ‘ঝুন্ড’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা সুপ্রিমকোর্টের

Published on:

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চনের (Amitabh bachchan) আসন্ন ছবি ‘ঝুন্ড’ (Jhund) গত কয়েক দিন ধরেই কপিরাইট মামলায় ফেঁসে রয়েছে। এই ছবির বিরুদ্ধে উঠেছে গল্পচুরির অভিযোগ৷ চলতি মাসেই ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে (Amazon prime) মুক্তি পাওয়ার কথা ছিল নাগরাজ পপটলাল মঞ্জুল পরিচালিত অমিতাভের ছবি ঝুন্ড। কিন্তু, মুক্তি পাওয়ার আগেই হায়দরাবাদের শর্টফিল্ম নির্মাতা নন্দি চিন্নি কুমার এই ছবির বিরুদ্ধে কপিরাইট কেস করেন।

এই ছবির মূল গল্প নাগপুরবাসী ফুটবল কোচ বিজয় বারশের জীবন কাহিনি অবলম্বনে। বস্তির ছেলেদের ফুটবল খেলার স্বপ্নকে একজোট করে একটি টিম গঠন করবেন বিজয়, আর তারপর সেই টিম কী করে সেই গল্পই ফুটে উঠবে ‘ঝুন্ড’ ছবিতে। কিন্তু গল্পচুরির অভিযোগে ঝুলে রয়েছে এই ছবি। যদিও সিনেমার প্রযোজক সংস্থা টি-সিরিজ এই অভিযোগ খারিজ করে দিয়েছে।

জাস্টিস এস এ বোবদে, জাস্টিস এ এস বোপান্না এবং জাস্টিস ভি রামাসুব্রহ্মণ্যমের ডিভিশন বেঞ্চ এদিন পিটিশন দাখিলকারীর সুপার ক্যাসেটস ইন্ডাস্ট্রি ( টি-সিরিজ)-এর আবেদন খারিজ করে দেন। এদিন সুপ্রিম কোর্টও জানিয়ে দেয় ১৯ অক্টোবর জারি করা তেলেঙ্গানা হাইকোর্টের রায় এক্ষেত্রে বহাল থাকবে। আপাতত এই ছবি মুক্তির উপর নিষেধাজ্ঞা জারিতেই রায় দিল দেশের সর্বোচ্চ আদালত। পিটিশনকারী প্রযোজক সংস্থা টি-সিরিজ বারবার আবেদন জানায় যে ছয়মাস পর এই ছবি গুরুত্ব হারাবে, এবং তাঁরা অভিযোগকারীকে ক্ষতিপূরণ দিতেও রাজি আছেন। কিন্তু টাকার অঙ্ক ১.৩ কোটি হওয়ায় ঝুন্ড নির্মাতারা এই ক্ষতিপূরণের ভার বহন করতে ব্যর্থ হন। তাই আপাতত ঝুলেই রইল ‘ঝুন্ড’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥