• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বক্স অফিসে চলবে বলিউডের রাজত্ব! রাম জন্মভূমি ও অযোধ্যা মন্দিরের অজানা কাহিনী নিয়ে আসছেন অমিতাভ

বলিউডের জন্য সময়টা একেবারেই ভালো যাচ্ছে না। একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে। তবে এবার হয়তো শীঘ্রই ইন্ডাস্ট্রির সুদিন ফিরতে চলেছে। অন্তত সুপারস্টার অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) নতুন প্রোজেক্টের কথা শুনে তো তেমনটাই মনে হচ্ছে। শ্রীঘ্রই রাম জন্মভূমি অযোধ্যার অজানা ইতিহাস নিয়ে আসছেন ‘বিগ বি’।

রাম জন্মভূমি (Ram Janmabhoomi) এবং অযোধ্যা মন্দিরের (Ayodhya Temple) ইতিহাস নিয়ে যে একটি সিরিজ তৈরি হতে চলেছে তার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। এবার এই সিরিজ নিয়ে বিস্তারিত খুঁটিনাটি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, এই রাম জন্মভূমি ও অযোধ্যার ওপর তৈরি হতে চলা এই সিরিজে গুরুত্বপূর্ণ একটি কার্যনির্বাহ করবেন বলিউড সুপারস্টার অমিতাভ। আপাতত এই সিরিজটির নাম রাখা হয়েছে ‘রাম অর্পণ’। তবে রিলিজের আগে এই নাম পরিবর্তনও করে দেওয়া হতে পারে।

   

Amitabh Bachchan

রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির তরফ থেকে সম্প্রতি জানানো হয়েছে, বহুপ্রতীক্ষিত এই সিরিজে রাম জন্মভূমি ও অযোধ্যার গল্প দর্শকদের নিজের গলায় শোনাবেন অমিতাভ। অর্থাৎ এই সিরিজের ‘ন্যারেটর’এর ভূমিকায় থাকবেন ‘বিগ বি’। পাশাপাশি এই কমিটির তরফ থেকে একটি বিবৃতি প্রকাশ করে এও জানানো হয়েছে, সিরিজের চিত্রনাট্য থেকে শুরু করে সিরিজের নির্মাণ পর্যন্ত সব কিছু খতিয়ে দেখার জন্য বিশেষজ্ঞদের একটি প্যানল তৈরি করা হয়েছে।

বিশেষজ্ঞদের এই প্যানেলে মোট ৪জন সদস্য রয়েছেন। এনারা হলেন, সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপার্সন প্রসূন জোশী, অভিনেতা-চলচ্চিত্রকার চন্দ্রপ্রকাশ দ্বিবেদী, লেখন যতীন্দ্র মিশ্রা এবং ইন্দিরা গান্ধী ন্যাশানাল সেন্টার ফর দ্য আর্টসের সদস্য এবং সেক্রেটারি সচ্চিদানন্দ জোশী।

Amitabh Bachchan Ram Janmabhoomi Ayodhya Mandir

রাম মন্দির কনস্ট্রাকশন কমিটির চেয়ারপার্সন নৃপেন্দ্র মিশ্রা এই বিষয়ে একটি নামী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, রাম জন্মভূমি ও অযোধ্যার মন্দিরের ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি হতে চলা এই সিরিজটি নন-ফিচার গোছের হবে। ৬-৮টি এপিসোড থাকবে এবং প্রত্যেকটি ৪০ মিনিটের মতো হবে। প্রথমে সিরিজটি দূরদর্শনে রিলিজ করা হবে এবং এরপর ঠিক করা হবে যে সিরিজটি বাকি কোথাও রিলিজ করা হবে কিনা।

বিভিন্ন নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী বছর ডিসেম্বর মাস নাগাদ দর্শনার্থীদের জন্য অযোধ্যা মন্দির খুলে দেওয়া হবে এবং সেই সময় নাগাদই রিলিজ করা হবে সিরিজটিও। পাশাপাশি এও শোনা গিয়েছে, রাম জন্মভূমি ও অযোধ্যা মন্দিরের ইতিহাসের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সিরিজকে নির্মাতারা আশির দশকে দূরদর্শনে সম্প্রচারিত ‘রামায়ণ’ এবং ‘মহাভারত’এর তুল্য বলে দর্শকদের কাছে প্রচার করতে চলেছে।

site