• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিগবির মুখের কথাতেই ধ্বংস মুকেশ খান্নার কেরিয়ার! বলিউডে সাফল্য পেতে ব্যর্থ শক্তিমান অভিনেতা

বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন মুকেশ খান্না(Mukesh Khanna)। যদিও বলিষ্ঠ অভিনয় দক্ষতা এবং দুর্দান্ত কন্ঠস্বরের অধিকারী হওয়া সত্ত্বেও বলিউডে তেমনভাবে ছাপ ফেলতে পারেননি এই অভিনেতা। এই কারণে আজও মুকেশ খান্নার নাম নিতেই প্রথমেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে তার অভিনীত দুটি জনপ্রিয় টিভি চরিত্রের কথা।

যার মধ্যে একটি হল মুকেশ খান্না অভিনীত মহাভারতের সর্বকালের সেরা পিতামহ চরিত্র অর্থাৎ ভীষ্ম (Vishma) এবং অপর একটি চরিত্র হল শক্তিমান (Shaktimaan)। একটা সময় বলিউডের অনেক হিট ছবিতেও কাজ করেছেন তিনি। পাশাপাশি তিনি একজন দক্ষ প্রযোজক ছিলেন। কিন্তু গুণী হওয়া সত্ত্বেও তার ক্যারিয়ার পুরোপুরি ডুবে যায়।

   

অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,মুকেশ খান্না,Mukesh Khanna,শক্তিমান,Shaktimaan,কেরিয়ার ধ্বংস,Destroyed Carrier,বলিউব,Bollywood
মুকেশ খান্নার বলিষ্ঠ কণ্ঠ এবং চমৎকার সংলাপের কারণে তিনি বেশ কিছু বিজ্ঞাপনেও কাজ করেছেন।বলিউডে এন্ট্রি নেওয়ার পর থেকে মোট ১০ থেকে ১২টি সিনেমায় কাজ করে বেশ জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা। কিন্তু এরই মাঝে এমন একটি ঘটনা ঘটে যার জেরে বলিউডে মুখ থুবড়ে পড়ে তার কেরিয়ার।জানা যায় সেসময় মুকেশ খান্নার একটি বিজ্ঞাপন বেশ জনপ্রিয়তা পেয়েছিল।

অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,মুকেশ খান্না,Mukesh Khanna,শক্তিমান,Shaktimaan,কেরিয়ার ধ্বংস,Destroyed Carrier,বলিউব,Bollywood

সেই বিজ্ঞাপনে তাকে সিঁড়ি দিয়ে নামতে দেখা যায় এবং তার চারপাশে তাকে ঘিরে থাকে একাধিক মহিলা। এই বিজ্ঞাপনটি অনেক বড়ো ছিল এবং পরে এটি প্রেক্ষাগৃহে ছবি দেখানোর মাঝেও দেখানো হত।মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর একবার অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) তাঁর বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে গিয়েছিলেন।অমিতাভ বচ্চন সে সময় হলে বসে পপকর্ন খাচ্ছিলেন আর সে সময় মুকেশ খান্নার ওই বিজ্ঞাপন চালু হতেই অমিতাভ বচ্চন মুখ ফসকে বলে ফেলেন ‘ কপি করেছে শালা !’

অমিতাভ বচ্চন,Amitabh Bachchan,মুকেশ খান্না,Mukesh Khanna,শক্তিমান,Shaktimaan,কেরিয়ার ধ্বংস,Destroyed Carrier,বলিউব,Bollywood

সেই সময়ে অমিতাভ বচ্চন ছিলেন দেশের সবচেয়ে বড় তারকা, তাই তাঁর মুখ দিয়ে বের হওয়া এমন মন্তব্য শিরোনামে আসতে বেশি সময় লাগেনি। এই খবর চাউর হতেই তার প্রভাব গিয়ে পড়ে মুকেশ খান্নার কেরিয়ারে। একটা সময় কোনো সিনেমার অফার পাচ্ছিলেন না তিনি। এই ঘটনার পর মুকেশ খান্নার পরপর ৪টি সিনেমা ফ্লপ হয়। লোকজন বলতে শুরু করেন তিনি অমিতাভ বচ্চনকে নকল করেন।

site