• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার ‘কিষাণ’ সোনু সুদ! অভিনেতার নতুন ছবি নিয়ে মুখ খুললেন অমিতাভ বচ্চন

Amitabh bachchan Sonu sood

এতদিন পর্দায় খলনায়কের ভূমিকাতেই অভিনয় করে এসেছেন সোনু সুদ (Sonu sood)। কিন্তু মানুষের কাছে তিনি এখন একমাত্র সুপারস্টার। আর তাকে ভিলেন হিসেবে মানতেই পারবেনা দর্শকরা একথা কম বেশি সব প্রযোজক, পরিচালকরাই বুঝতে শুরু করেছিলেন।

এবার বছরের শুরুতেই সোনুর জীবনে সুখবর। এবার বড় পর্দায় ‘কিষাণ’ (Kisaan) হয়ে ফিরছেন সোনু সুদ। আর সেই খবর প্রকাশ্যে আনলেন খোদ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আজই টুইটারে টিম কিষাণকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি সোনু কেও শুভেচ্ছা জানান বিগবি৷ আয়ুষ্মান খুড়ানা অভিনীত জনপ্রিয় ‘ড্রিমগার্ল’ ছবির পরিচালক রাজ শান্ডিল্য ‘কিষাণ’ এর প্রযোজনা করবেন৷

তবে চলমান কৃষক আন্দোলনের প্রেক্ষাপটেই এই ছবির বিষয়বস্তু তৈরী কিনা সেই বিষয়ে এখনও কিছু জানায়নি টিম কিষাণ। যদিও প্রথম থেকেই কৃষক আন্দোলনের পাশে ছিলেন অভিনেতা সোনু সুদ।

সেই করোনাকাল থেকে একাধিকবার দুর্গতদের ত্রাতার ভূমিকায় দেখা গেছে বিখ্যাত বলিউড তথা দক্ষিণী অভিনেতা সোনু সুদকে। কখনও পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরানো, তো কখনও আবার স্মার্টফোনের জন্য পড়াশোনা বন্ধ হতে বসা ছাত্রীদের দায়িত্ব নেওয়া, দরিদ্র পরিবারকে ইরিক্সা দিয়ে তাদের পাকাপাকি রোজগারের ব্যবস্থা করে দেওয়ার মত– একের পর এক মানবিক পদক্ষেপ নিয়ে সোনু সুদ ভারতের জনগণের কাছে এখন কার্যতই ‘সুপার হিরো’। নিজের ভাল কাজের জন্য ঘরে বাইরে তুমুল ভাবে প্রশংসা আর আশীর্বাদ কুড়িয়েছেন সোনু সুদ ৷

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥