আশির দশক হোক বা বর্তমানের বলিউড;(Bollywood) , সবচেয়ে ব্যস্ততম বলিসেলেবদের তালিকায় বেশ উপরের দিকেই থাকেন বিগ-বি অমিতাভ বচ্চন (Amitabh bachchan)। যদিও এটা ব্যস্ততার মাঝেও ফ্যান-ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। ট্যুইটারেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানা বিষয়ে উক্তি ও কবিতা পোস্ট করে নিজের অস্তিত্ব জানান দেন বলি-শাহেনসা।
সম্প্রতি ‘চা’ (tea) সম্বন্ধিত একটি কবিতা পোস্ট করেছিলেন অমিতাভ, সঙ্গে চায়ের কাপ হাতে নিজের একটি ছবিও। যদিও ফ্যানমহলে কবিতার স্বত্ব নিয়ে বিতর্ক দানা বাঁধার আগেই ব্যবস্থা নিলেন স্বয়ং অমিতাভ। কবিতাটির লেখিকা তিশা আগরওয়াল (Tisha agarwal) বিগ-বির পোস্ট করার বিষয়ে কোনো প্রশ্ন না তুললেও বিগ-বি নিজেই ক্ষমা চেয়ে নেন। পরবর্তীতে কবিতার লেখিকা হিসেবে তিশার নাম উল্লেখ করে দেন অমিতাভ।
T 3761 – थोड़ा पानी रंज का उबालिये
खूब सारा दूध ख़ुशियों का
*थोड़ी पत्तियां ख़यालों की..*थोड़े गम को कूटकर बारीक,
हँसी की चीनी मिला दीजिये..
*उबलने दीजिये ख़्वाबों को*
*कुछ देर तक..!*यह ज़िंदगी की चाय है जनाब..
इसे तसल्ली के कप में छानकर
*घूंट घूंट कर मज़ा लीजिये…!!*☕???? pic.twitter.com/qwGbczzcLp— Amitabh Bachchan (@SrBachchan) December 23, 2020
অমিতাভ যে কবিতাটি তাঁর ট্যুইট-দেওয়ালে পোস্ট করেন, তা অনুযায়ী আনন্দ, কল্পনা ও হাসি – এই তিন উপাদানের মিশ্রণেই চা তৈরি করা সম্ভব! তাঁর এই ট্যুইটেই তিশা আগরওয়াল জানান যে বিগ-বি লেখিকা হিসেবে তাঁর নাম উল্লেখ করলে তিনি দ্বিগুণ বেশি খুশি হতেন। আর এরপরেই নিজের ভুল বুঝতে পারেন অমিতাভ। হিন্দিতেই বিগ-বি প্রত্যুত্তর দেন, “আমাকে কেউ ট্যুইটার বা হোয়াটসঅ্যাপে এই কবিতাটি পাঠায়। কবিতাটি পড়ে আমার এত ভালো লাগে যে আমি লেখক বা লেখিকার নাম যাচাই না করেই পোস্ট করে ফেলি।”
T 3765 – @TishaAgarwal14 .. Tisha जी , मुझे अभी अभी पता चला की एक ट्वीट जो मैंने छापा था वो आपकी कविता थी ।
मैं क्षमा प्रार्थी हूँ ???? , मुझे ज्ञान नहीं था इसका ! मुझे किसी ने मेरे Twitter या मेरे WhatsApp पर ये भेजा , मुझे अच्छा लगा ,और मैंने छाप दिया ।
मई माफ़ी चाहता हूँ— Amitabh Bachchan (@SrBachchan) December 27, 2020
একটি আলাদা ট্যুইট করে অমিতাভ তিশাকে এই কবিতার ক্রেডিট দেন এবং এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন। যদিও তিশা ট্যুইট করে জানান যে তাঁর বিগ-বির ক্ষমার কোনো প্রয়োজন নেই, তিনি শুধু তাঁর আশীর্বাদ চান। যদিও এরপর অমিতাভ কিভাবে আশীর্বাদ বার্তা পাঠান তিশাকে, তা জানা যায়নি এখনও।