• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ঝেঁপে’ দিলেন অন্যের কবিতা! অবশেষে কোটি কোটি মানুষের সামনে ক্ষমা চাইলেন অমিতাভ বচ্চন

Published on:

amitabh bachchan

আশির দশক হোক বা বর্তমানের বলিউড;(Bollywood) , সবচেয়ে ব্যস্ততম বলিসেলেবদের তালিকায় বেশ উপরের দিকেই থাকেন বিগ-বি অমিতাভ বচ্চন (Amitabh bachchan)। যদিও এটা ব্যস্ততার মাঝেও ফ্যান-ফলোয়ারদের সঙ্গে যোগাযোগ রাখেন তিনি। ট্যুইটারেও বেশ সক্রিয় তিনি। মাঝেমধ্যেই নানা বিষয়ে উক্তি ও কবিতা পোস্ট করে নিজের অস্তিত্ব জানান দেন বলি-শাহেনসা।

সম্প্রতি ‘চা’ (tea) সম্বন্ধিত একটি কবিতা পোস্ট করেছিলেন অমিতাভ, সঙ্গে চায়ের কাপ হাতে নিজের একটি ছবিও। যদিও ফ্যানমহলে কবিতার স্বত্ব নিয়ে বিতর্ক দানা বাঁধার আগেই ব্যবস্থা নিলেন স্বয়ং অমিতাভ। কবিতাটির লেখিকা তিশা আগরওয়াল (Tisha agarwal) বিগ-বির পোস্ট করার বিষয়ে কোনো প্রশ্ন না তুললেও বিগ-বি নিজেই ক্ষমা চেয়ে নেন। পরবর্তীতে কবিতার লেখিকা হিসেবে তিশার নাম উল্লেখ করে দেন অমিতাভ।

অমিতাভ যে কবিতাটি তাঁর ট্যুইট-দেওয়ালে পোস্ট করেন, তা অনুযায়ী আনন্দ, কল্পনা ও হাসি – এই তিন উপাদানের মিশ্রণেই চা তৈরি করা সম্ভব! তাঁর এই ট্যুইটেই তিশা আগরওয়াল জানান যে বিগ-বি লেখিকা হিসেবে তাঁর নাম উল্লেখ করলে তিনি দ্বিগুণ বেশি খুশি হতেন। আর এরপরেই নিজের ভুল বুঝতে পারেন অমিতাভ। হিন্দিতেই বিগ-বি প্রত্যুত্তর দেন, “আমাকে কেউ ট্যুইটার বা হোয়াটসঅ্যাপে এই কবিতাটি পাঠায়। কবিতাটি পড়ে আমার এত ভালো লাগে যে আমি লেখক বা লেখিকার নাম যাচাই না করেই পোস্ট করে ফেলি।”

একটি আলাদা ট্যুইট করে অমিতাভ তিশাকে এই কবিতার ক্রেডিট দেন এবং এই ঘটনার জন্য ক্ষমাও চেয়ে নেন। যদিও তিশা ট্যুইট করে জানান যে তাঁর বিগ-বির ক্ষমার কোনো প্রয়োজন নেই, তিনি শুধু তাঁর আশীর্বাদ চান। যদিও এরপর অমিতাভ কিভাবে আশীর্বাদ বার্তা পাঠান তিশাকে, তা জানা যায়নি এখনও।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥