• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

গুরুপূর্ণিমায় গুরুপ্রণাম! দর্শকদের জন্য সুখবর নিয়ে প্রথম বার পর্দায় অমিতাভ-প্রভাস, উপরি পাওনা দীপিকা

এবার দক্ষিণী সুপারস্টার বাহুবলী প্রভাসের (Bahubali Prabhas) সাথে বড় পর্দায় ধরা দিতে চলেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের শহেনশা অমিতাভ বচ্চন (Amitav Bachhan) । শুধু তাই নয় এই সিনেমার হাত ধরে প্রথমবার দর্শকরা উপহার পেতে চলেছেন বলিউড ডিভা দীপিকা পাডুকোন(Deepika Padukone) এবং বাহুবলী প্রভাসের চোখ ধাঁধানো জুটি। পরিচালক নাগ অশ্বীন(Nag Ashwin) -র এই নতুন সাইন্স ফিকশনের দ্বারা এবার এক নতুন অভিজ্ঞতার সাক্ষী হতে চলেছেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। বলা হচ্ছে মেগা বাজেটের এই ছবিটি ভারতীয় চলচ্চিত্র জগতে নতুন ইতিহাস তৈরি করতে চলেছে।

এখনও পর্যন্ত সিনেমার নাম জানা না গেলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানা গেছে গুরু পূর্ণিমার দিন থেকেই হায়দ্রাবাদের রামোজি ফিল্ম সিটিতে( Ramoji Film city) শুরু হয়েছে প্রোজেক্ট কে-এর শ্যুটিং। তবে সূত্রের খবর, ছবিতে প্রথম কয়েকটা দিন অমিতাভ বচ্চনের শ্যুটিং রয়েছে। প্রভাসের শ্যুটিং শুরু হবে আরও কিছুদিন পর থেকে। জানা গেছে আগামী বছর অর্থাৎ ২০২২ সালে এই ছবির শ্যুটিং শেষ হবে।

   

amitabh bachchan,deepika padukone,prabhas

এমনিতে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো অ্যাক্টিভ থাকেন বিগ বি। প্রায়শই নিত্যনতুন পোস্ট শেয়ার করেন তিনি। তেমনি প্রজেক্ট কে এর শুটিং শুরুর প্রথম দিনেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছিলেন এই বর্ষীয়ান অভিনেতা। শনিবার প্রজেক্ট কে-র ক্ল্যাপস্টিক শেয়ার করে ছবির মুহুরতের ছবি পোস্ট করেছেন সেইসাথে ‘বাহুবলী’ স্টার প্রভাসের ভূয়সী প্রশংসাও করেছেন এই বর্ষীয়ান অভিনেতা।

amitabh bachchan,deepika padukone,prabhas

অন্যদিকে গুরু পূর্ণিমার দিন ওই একই ছবি শেয়ার করে প্রভাস লিখেছেন ,’গুরুপূর্ণিমার পুণ্য তিথিতে ভারতীয় চলচ্চিত্রে গুরুকে শ্রদ্ধার্ঘ্য। এবার শুরু হল ‘প্রজেক্ট কে’-র পথচলা।’ উল্লেখ্য প্রজেক্ট কে ছাড়াও আগামী দিনে প্রভাসের ঝুলিতে রয়েছে ‘রাধে শ্যাম’, ‘আদিপুরুষ’ ও ‘সালার’ এর মতো সিনেমা।

deepika padukone

জানা গেছে বিগ বাজেটের এই সাইন্স ফিকশনে বেশ কিছু ভিএফএক্সও ব্যাবহৃত হতে চলেছে। জানা গেছে ছবিটির প্রযোজনার দায়িত্বে রয়েছেন ‘বৈজয়ন্তী মুভিজ’এর প্রযোজক অশ্বিনী দত্ত। এখনও পর্যন্ত সবেমাত্র সিনেমার প্রথম শিডিউলের শুটিং শুরু হলেও ছবির জনপ্রিয় স্টার কাস্ট দেখে এখন থেকেই ছবি মুক্তির আশায় দিন গুনতে শুরু করেছেন সিনেপ্রেমীরা।