• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কেউ দালাল, তো কেউ ছিল বাস কন্ডাক্টর! নিজের দমে শূন্য থেকে আজ জনপ্রিয়তার শিখরে এই বলি তারকারা

সাফল্য কখনই খুব সহজে আসে না। আর এই কঠিন সত্য যে সকলের জন্যই ধ্রুব, তা স্পষ্ট হয়ে যায় খ্যাতনামা তারকাদের (Celebrities) অতীত জীবন থেকেই। সেলসম্যান থেকে বাসচালক, জীবনের ‘স্ট্রাগলিং পিরিয়ডে’ (Struggling Period) নানাবিধ কাজ করতে বাধ্য হয়েছেন অভিনেতারা। একনজরে দেখে নিন আপনার প্রিয় তারকাদের অতীত জীবন।

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan):

   

যাঁর গলার গাম্ভীর্যে মোহিত সকলে, সেই বলি-অভিনেতাই নাকি অল ইন্ডিয়া রেডিওতে প্রত্যাখ্যাত হয়েছিলেন। এই অভিনেতা আর কেউ নন, বলিউডের ‘শাহেনশা’ অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বলিউডে আসার আগে এক শিপিং সংস্থার হয়ে পণ্য দালালির কাজও করেছেন বিগ-বি।

অমিতাভ বচ্চন Amitabh Bacchan

রজনীকান্ত (Rajnikanth):

দক্ষিণী ছবির বিখ্যাত অভিনেতা রজনীকান্ত তাঁর ফ্যানমহলের কাছে ভগবানের সমতুল্য। যদিও এই অবস্থানে আসার আগে ব্যাঙ্গালোরে বাসচালকের কাজ করতেন তিনি। টানাটানির সংসারে দু’মুঠো অন্ন যোগান দেওয়ার জন্য যে রজনী বাস চালাতেন, আজ তিনি বহু তরুণ-যুবকের অনুপ্রেরণা।

Salman Khan,Amitabh Bacchan,Rajnikant,R Madhavan,Shahid Kapoor,Ranveer SIngh,Akshay Kumar,John Abraham,Bollywood Gossip,Bollywood Stars Previous Profession,অমিতাভ বচ্চন,অক্ষয় কুমার,সালমান খান,বলিউড গসিপ

আর মাধবন (R Madhavan) : ছোট পর্দায় ‘সি হকস’-এ (Sea Hawks) প্রথম আত্মপ্রকাশ করেন দক্ষিণী অভিনেতা আর মাধবন। গ্ল্যাম দুনিয়ায় প্রবেশের আগে জন বক্তা (Public Speaker) ও চরিত্র গঠনকারী শিক্ষকের (Personality Development Trainer) পদে কাজ করতেন।

Salman Khan,Amitabh Bacchan,Rajnikant,R Madhavan,Shahid Kapoor,Ranveer SIngh,Akshay Kumar,John Abraham,Bollywood Gossip,Bollywood Stars Previous Profession,অমিতাভ বচ্চন,অক্ষয় কুমার,সালমান খান,বলিউড গসিপ

শাহিদ কাপুর (Shahid Kapoor) : ‘ইশক ভিশক’-এ অভিষেকের আগে বিভিন্ন ছবিতে ব্যাকগ্রাউন্ড নৃত্যশিল্পী (Background Dancer) হিসেবে কাজ করেছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহিদ কাপুর। ‘তাল’ ও ‘দিল তো পাগল হ্যায়’ ছবিতে ব্যাকগ্রাউন্ড ডান্সার ছিলেন শাহিদ।

Salman Khan,Amitabh Bacchan,Rajnikant,R Madhavan,Shahid Kapoor,Ranveer SIngh,Akshay Kumar,John Abraham,Bollywood Gossip,Bollywood Stars Previous Profession,অমিতাভ বচ্চন,অক্ষয় কুমার,সালমান খান,বলিউড গসিপ

রণবীর সিং (Ranveer Singh) : বর্তমানের ইউথ ফ্যাশন আইকন বলে পরিচিত রণবীর সিং ছবিতে অভিনয়ের আগে এক বিজ্ঞাপনী সংস্থায় কপি লেখকের কাজ করতেন।

Ranvir Singh রণবীর সিং

অক্ষয় কুমার (Akshay Kumar) : পাশাপাশি বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার অভিনেতা হয়ে ওঠার আগে ব্যাংককে রাঁধুনি ও খাবার পরিবেশনের কাজ করতেন। ভ্রমণকর্মী ও মার্শাল আর্ট শিক্ষক হিসেবেও কাজ করেছেন অক্ষয়।

Salman Khan,Amitabh Bacchan,Rajnikant,R Madhavan,Shahid Kapoor,Ranveer SIngh,Akshay Kumar,John Abraham,Bollywood Gossip,Bollywood Stars Previous Profession,অমিতাভ বচ্চন,অক্ষয় কুমার,সালমান খান,বলিউড গসিপ

জন আব্রাহাম (John Abraham) : বলিমহলে খ্যাতি কুড়ানোর আগে একজন মডেল ও মিডিয়া প্ল্যানার হিসেবে কাজ করেছেন জন আব্রাহাম। ‘জিশম’ ছবির মাধ্যমে রুপোলি পর্দায় অভিষেক হয় জনের।John Abraham জন আব্রাহাম

তাহলে আশা করি বুঝতেই পেরেছেন যদি ইচ্ছা থাকে তাহলে ঠিকই সেটা পূরণ করা যায়। হাল না ছেড়ে পরিস্থিতির সাথে লড়াই করে টিকে থাকলে তবেই সাফল্য পাওয়া যাবে। বলিউডের এই তারকারা অন্তত এটাই প্রমাণ করে দেখিয়েছেন।

site