বলিউডের (Bollywood) পাওয়ার কাপল বলতে যাদের বোঝাই তাদের মধ্যে অন্যতম অমিতাভ বচ্চন (Amitabh Bacchan) ও জয়া বচ্চন (Jaya Bacchan) জুটি। বলিউডের বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন। তবে স্ত্রী জয়াও কোনো অংশে কম যান না! বি টাউনের লেডি সালমান নামে খ্যাত হয়ে গিয়েছেন তিনি। কেন? কারণ হল তাঁর বদমেজাজ ও রাজি ব্যবহার। কোনো কিছু পছন্দ না হলে সোজা মুখের ওপরেই প্রতিবাদ জানান তিনি। বিশেষ করে পাপারাৎজির সাথে সম্পর্ক একেবারে আধায় কাচঁকলায়।
বিগত কয়েক মাসে একাধিকবার পাপ্পারাৎজি ও জয়া বচ্চনের ভিডিও ভাইরাল হতে দেখা গিয়েছে নেটপাড়ায়। নিজের দুর্ব্যবহারের জন্য নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার হতে হয়েছে তাকে। তবে এতে খুব একটা প্রভাব পড়েনি তাঁর স্বভাবে। বরং সম্প্রতি জয়া বচ্চন সম্পর্কে আরও কিছু তথ্য জানা গিয়েছে। যেটা জানার পর আরও বেশি করে ট্রোল হয়েছেন অমিতাভ পত্নী।
ভাবছেন ব্যাপারটা কি? তাহলে বলি, ‘কৌন বনেগা ক্রোড়পতি’ রিয়্যালিটি শো সম্পর্কে সকলেই জানেন। এই শোয়ে অমিতাভ বচ্চনের সাথে হট সিটে বসে প্রশ্নোত্তরের খেলায় জিতলেই মেলে কোটি টাকা জেতার সুযোগ। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’ এর একটি পর্বে খেলতে আসা ব্যক্তির সাথে কথা বলতে গিয়েই বাড়ির কীর্তি ফাঁস করে ফেললেন খোদ বিগ বি।
ভূপেন্দ্র চৌধুরী নামের ওই প্রতিযোগী খেলার মাঝে নিজের স্ত্রীর সম্পর্কে কিছু কথা জানান। তিনি বলেন, স্ত্রীর জন্য আলাদা রিংটোন সেট করা রয়েছে। যাতে স্ত্রীর ফোন কখনো মিস না হয়ে যায়। প্রতিযোগীর মুখ থেকে এই কথা শুনে অমিতাভ বচ্চন যা বললেন তা শুনে উপস্থিত সকলে তো বটেই দর্শকেরাও হেসে উঠেছেন হো হো করে।
বিগ বি বলেন, ‘এটা শুরু আপনার একার সমস্যা নয়! যত পুরুষ আছে সবার সমস্যা। ফোন এল আর আপনি যদি সেটা না ধরেন তাহলে হয়েই গেল!’ এরপর বচ্চন স্যারকে জিজ্ঞাসা করা হয় যদি তিন চারটে মিস কল হয়ে যায় স্ত্রীর থেকে তাহলে কি হয়, আদৌ কিছু বলতে পারেন তিনি?
এর উত্তরে বিগ বি জানান, আসলে স্ত্রীরা বুঝেই না যে বর কাজ করে। তাই বাধ্য হয়ে সেক্রেটারিকে বলে রেখেছি এই নাম্বার থেকে ফোন এলে ধরে বলে দিতে যে ব্যস্ত আছি। অবশ্য এতেও রিক্স আছে, তখন বাড়ি গিয়ে শুনতে হয়, এবার থেকে কথা বলতে গেলেও সেক্রেটারির সাথে বলতে হবে!’ বলিউডের বিগ বি নিজেও যে এমনভাবে স্ত্রীকে ভয় পান সেটা জেনে হেসেই হাল খারাপ দর্শকদের।