• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রাসাদ সমান বাড়ি, কোটি টাকার গাড়ি, অমিতাভ জয়ার সম্পত্তি হার মানাতে পারে মুকেশ অম্বানিকেও!

বলিউডের ইতিহাসের সুপারহিট জুটির তালিকা যদি প্রস্তুত করা হয়, তাহলে সেখানে নিঃসন্দেহে নাম থাকবে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) এবং জয়া বচ্চনের (Jaya Bachchan)। দীর্ঘ পাঁচ দশক ধরে দর্শকমনে রাজত্ব করছেন দু’জনে। তবে শুধুমাত্র বড়পর্দারই নয়, অমিতাভ-জয়া কিন্তু বাস্তবেরও হিট জুটি।

১৯৭২ সালে ‘বংশী অউর বিরজু’ ছবিতে প্রথমবার একসঙ্গে কাজ করেছিলেন অমিতাভ এবং জয়া। প্রথম ছবিতেই দু’জনের রসায়ন দর্শকদের বেশ মনে ধরে যায়। এরপর ‘শোলে’, ‘সিলসিলা’, ‘অভিমান’ থেকে ‘কভি খুশি কভি গম’ বলিউডের বহু হিট ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন মিস্টার অ্যান্ড মিসেস বচ্চন।

   

Amitabh Bachchan and Jaya Bachchan

বলিউডে এত দশক ধরে কাজ করে নাম, যশ, খ্যাতির সঙ্গে অমিতাভ এবং জয়া আয় করেছেন প্রচুর অর্থও। জানা গিয়েছে, বলিউডের এই তারকা দম্পতির মোট সম্পত্তির (Net worth) পরিমাণ প্রায় ৩৪৫৬ কোটি টাকা। ২০১৮ সালে জয়া যখন নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামায় জানিয়েছিলেন তাঁদের মোট সম্পত্তির পরিমাণ ১০০০ কোটি টাকা।

শোনা যায়, মিস্টার অ্যান্ড মিসেস স্থাবর সম্পত্তির পরিমাণ ৫৪০ কোটি টাকা। এছাড়াও ৪৬০ কোটি টাকার অস্থাবর সম্পত্তি রয়েছে তাঁদের। এখন সিনিয়র বচ্চন প্রত্যেক মাসে ৩০ কোটি টাকা আয় করেন। অপরদিকে জয়ার আয় ৩৫ লক্ষ টাকা। ‘কৌন বনেগা ক্রোড়পতি’র প্রত্যেক এপিসোড থেকে চার কোটি টাকা করে পারিশ্রমিক পান অমিতাভ। এছাড়াও এখন প্রত্যেক ছবির জন্য ৬ কোটি টাকা করে পারিশ্রমিক নেন অভিনেতা। যদিও জানা গিয়েছে, ‘ব্রহ্মাস্ত্র’র জন্য ১০ কোটি টাকা নিয়েছেন বলিউড সুপারস্টার।

Amitabh Bachchan in KBC

এসব ছাড়াও অমিতাভ এবং জয়ার প্রচুর বিলাসবহুল বাড়ি রয়েছে। ‘জলসা’ ছাড়াও আরও ৫টি বাংলো রয়েছে তাঁদের। প্রত্যেকটির দাম ৩০ কোটিরও বেশি বলে শোনা যায়। অন্ধেরিতে বচ্চন দম্পতির যে ফ্ল্যাটে অভিনেত্রী কৃতি শ্যানন ভাড়া থাকেন সেটির জন্য মাসিক ১০ লক্ষ টাকা দিতে হয় তাঁকে। এছাড়াও সম্প্রতি দিল্লির গুলমোহর পার্কে অমিতাভের একটি বাড়ি বিক্রি করা হয়েছে। ২৩ কোটি টাকার মোটা অর্থের বিনিময়ে বিক্রি করা হয়েছে সেটি।

Jaya Bachchan

এছাড়াও দেশের নানান রাজ্যের পাশাপাশি ফ্রান্সেও বচ্চন দম্পতির একটি বিলাসবহুল বাংলো রয়েছে। পাশাপাশি জয়ার ৬২ কোটি টাকার গয়নাও রয়েছে। সেই সঙ্গেই মিসেস বচ্চনের কাছে ৫১ লাখ টাকার একটি ঘড়ি, অমিতাভের কাছে ৯ লক্ষ টাকার একটি পেন-সহ আরও প্রচুর বহুমূল্য জিনিস রয়েছে। এছাড়াও বচ্চন দম্পতির বাড়ির গ্যারেজে প্রচুর বহুমূল্য গাড়িও রয়েছে। সেগুলিরও প্রত্যেকটির দাম কয়েক কোটি টাকা।