বিনোদন দুনিয়ার তারকাদের প্রায়ই নানান ধরণের দ্রব্যসামগ্রীর বিজ্ঞাপন (Advertisement) দিতে দেখা যায়। মাঝেমধ্যে তাঁদের বিরুদ্ধে এও অভিযোগ ওঠে যে তাঁরা টাকার লোভে ক্ষতিকর জিনিসের প্রচার চালাচ্ছেন। অমিতাভ বাচ্চন (Amitabh Bachchan) থেকে শাহরুখ, সলমনের মত সেলিব্রিটিদের কথা বিশ্বাস করে সাধারণ মানুষরাও এসব জিনিস ব্যবহার করে বিপদে পড়ছেন। এই জন্য বহুবার কাঠগড়ায় উঠতে হয়েছে বহু তারকাকে।
বলিউডের ‘শেহেনশাহ’ অমিতাভ বচ্চনও নিজের কেরিয়ারে বহুবার ‘বিজ্ঞাপন বিতর্ক’এ জড়িয়েছেন। কয়েকদিন আগেই যেমন তামাক জাতীয় দ্রব্যের প্রচার করায় সামাজিক মাধ্যমে কটাক্ষের শিকার হতে হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে। যে কারণে বাধ্য হয়ে তিনি সামাজিক মাধ্যমে কলম ধরেন। এবার শিশুদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক বিস্কুটের প্রচার করে বিপাকে পড়লেন অভিনেতা।
সম্প্রতি অমিতাভ ‘কৌন বনেগা ক্রোড়পতি’র সেট থেকে মিল্ক বিকিস বিস্কুটের প্রচার করেছিলেন। সেখানে বর্ষীয়ান অভিনেতা বলেন, এই বিস্কুটটি ময়দা এবং দুধের পুষ্টিগুণে সমৃদ্ধ। তাই সকল মা’কে এই বিস্কুটটি নিজেদের সন্তানদের খাওয়ানোর কথা বলেন। ‘বিগ বি’ বলেন এই বিস্কুটটি শিশুদের স্বাস্থ্যের জন্য প্রচণ্ড উপকারী।
নিউট্রেশন অ্যাডভোকেসি ইন পাবলিক ইন্টারেস্ট ইন্ডিয়ার নজরে এই বিজ্ঞাপনটি পড়তেই বাঁধে বিপত্তি। তাদের দাবি, মিল্ক বিকিস বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে অনুমোদন পায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমস্ত মানদণ্ড মেনে এই বিস্কুট তৈরি করা হয়নি। অমিতাভের কাছে এই মর্মে একটি চিঠিও পাঠানো হয়েছে।
জানা গিয়েছে, গত ২৮ ডিসেম্বর অমিতাভের কাছে চিঠিটি পাঠানো হয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও প্রত্যুত্তর আসেনি। বিশেষজ্ঞরা জানান, মিল্ক বিকিসে অতিরিক্ত উচ্চ চিনি, উচ্চ সোডিয়াম এবং উচ্চ চর্বি জাতীয় উপাদান ব্যবহৃত হয়েছে। আর এগুলি শিশুদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক।
শিশুদের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখেই বিশেষজ্ঞ থেকে শুরু করে চিকিৎসকেরা অমিতাভকে এই বিস্কুটের প্রচার না করতে অনুরোধ করেছেন। একইসঙ্গে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ড কাউন্সিল অফ ইন্ডিয়া সংশ্লিষ্ট বিস্কুট উৎপাদনকারী সংস্থাকে এই বিস্কুটের বিজ্ঞাপন বন্ধ করার নোটিশ দিয়েছে।