বলিউডের বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। দশকের পর দশক ধরে ইন্ডাস্ট্রিতে সুপারহিট উপহার দিয়ে দর্শকদের মনে একপ্রকার বিরাজ করেন তিনি। তবে দুর্দান্ত অভিনেতা হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ ও সংস্কৃতি বোধ রয়েছে অমিতাভ বচ্চনের। তাই বর্তমানে যেখানে নিজের মাতৃভাষা ভুলে ইংরেজিতে কথা বলতেই ব্যস্ত সবাই, সেখানে নাতনি আরাধ্যা বচ্চনকে (Aaradhya Bacchan) হিন্দি শিখতে অনুপ্রেরণা দেন তিনি।
আসলে বর্তমান সমাজে দাঁড়িয়ে প্রত্যেকেরই ধারণা, সমাজে ইংরেজিটাই গ্রহণযোগ্য। যদি তথাকথিত ‘মডার্ন’ সমাজে থাকতে হয় তাহলে ইংরেজি শিক্ষাটাই সবচেয়ে বেশি জরুরি। এই কারণেই মা-বাবার ছেলেমেয়েদের ইংরেজি মিডিয়াম স্কুলে ভর্তি করাচ্ছেন। কিন্তু এবার সেই ধারণা পাল্টে দিলেন স্বয়ং বলিউডের বিগ বি। নিজে যেমন হিন্দিতে পারদর্শী তেমনি তিনি চান নাতনিও যেন হিন্দিতে সাবলীল হয়।
তাই ইংরেজি শিক্ষার পাশাপাশি হিন্দিতেও যথেষ্ট শিক্ষিত করে তুলেছেন আরাধ্যাকে। সম্প্রতি অরাধ্যার একটি ভিডিও বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে। যেখানে দেখা যাচ্ছে, স্কুল ড্রেস পরে মাথায় ঝুঁটি বেঁধে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে আরাধ্যা। সেখানে শুদ্ধ হিন্দিতে হিন্দি ভাষার প্রয়োজনীয়তা সম্পর্কে বলছে সে। সাথে সে এও বলেছে, যেকোনো ভাষা শেখার সবচাইতে ভালো উপায় হল কবিতার মাধ্যমে সেটা শেখা।
আরাধ্যার এই কবিতার মধ্যে দিয়ে হিন্দি ভাষার প্রয়োজনীয়তার ভিডিওটি টুইটারে শেয়ার করেছেন এক ব্যক্তি। সাথে মন্তব্য করেছেন, ‘উত্তরাধিকার সূত্রে বহ্মা সংস্কৃতি। অভিষেক বচ্চন সেই মন্তব্যের জবাবে হাত জোড় করা একটি ইমোজি দিয়েছে। আরাধ্যার এই ভিডিওটি বেশ ভাইরাল হয়ে পড়েছে। সকলেই তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে।
After such a longggg time???? Seeing this Princess ???? Can't tell how beautiful she is lookin' in this beautiful two cute ponytails ???? Aaradhya Bachchan at her school's Hindi Elocution Competition 2021-22 ❤️
VC: @DaisMumbai Thank you very muchhh for sharing ???????? #AaradhyaBachchan pic.twitter.com/izfvCLxlxD— Aaradhya ♡ (@ItsAaradhyaB) March 13, 2022
ভিডিও দেখে এক নেটিজেন মন্তব্য করেছেন, ‘খুবই সুন্দর, ঠিক মায়ের মত’। তবে এই প্রথমবার আরাধ্যা ভাইরাল হয়নি। এর আগেও একাধিকবার আরাধ্যার ছবি ও ভিডিও ভাইরাল হয়েছে নেটপাড়ায়। তবে প্রশংসার বদলে বহুবার ট্রোলিংয়ের সম্মুখীন হতে হয়েছিল ঐশ্বর্য রাই কন্যা আরাধ্যাকে। যদিও এবার সেসব দূরে সরিয়ে সকলের থেকে প্রশংসা কুড়িয়েছে আরাধ্যা।