বলিউডের বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। একটা সময় ছিল যখন বলিউড রাজ করেছেন তিনি। আজও তার ভক্তগণের সংখ্যা অগণিত। বর্তমানে ৭৮ বছর বয়স অভিনেতার, তবে এখনো পর্দায় সক্রিয় বিগ বি। কিছু দিন আগেই ‘কৌন বানেগা কারোর পতি’ রিয়্যালিটি শো এর নতুন সিজেনের প্রোমোটে দেখা গিয়েছে অভিনেতাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই নিজের মনের নানা কথা থেকে শুরু করে ছবি ও ভিডিও শেয়ার করেন তিনি।
বর্তমানে দেশ করোনা মহামারীর সাথে যুদ্ধ করে চলেছে। অক্সিজেন থেকে শুরু করে বেড পাবার জন্য হন্য হয়ে ঘুরতে হচ্ছে মানুষকে। এমতাবস্থায় বহু বলিউড সেলেব্রিটি এগিয়ে এসেছেন সাহায্যের জন্য। একইভাবে অমিতাভ বচ্চনও নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। কিন্তু সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে কটাক্ষের শেষ নেই!
সম্প্রতি দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’ এর জন্য ২ কোটি টাকা দান করেছেন অভিনেতা। তারপরেও প্রতিমুহূর্তে ধেয়ে আসছে কটাক্ষ। নেটিজেনদের মতে বাকিরা অনেক সাহায্য করছেন নিজেদের সাধ্যমত অথচ অমিতাভ বচ্চন শুধুই অনলাইন হচ্ছেন সোশ্যাল মিডিয়াতে। যদিও এই কটাক্ষ আজ নতুন কিছু নয়, তবে এবার আর থেমে থাকেন নি তিনি।
২ কোটি টাকা দানের পরেই নিজের বিগত বছর থেকে করা সমস্ত দানের হিসাব প্রকাশ্যে এনেছেন বিগ বি। যেখানে রয়েছে তার গোটা ১ বছর ধরে করা সাহায্যের বিবরণ। একটা গোটা মাস দেশের ৪ লক্ষাধিক দিনমুজুর শ্রমিকদের জন্য ২ বেলা খাবারের বন্দোবস্ত করেছেন অভিনেতা। সাথে ডাক্তারদের জন্য পিপিই কিটের অভাব হওয়ায় তার ব্যবস্থা করেছেন। ভিন রাজ্যে আটকে থাকা বহু শ্রমিকদের নিজের বাড়ি ফিরতে সাহায্য করেছেন তিনি।
বাস থেকে শুরু করে আস্ত ট্রেন ভাড়া করে পরিযায়ী শ্রমিকদের বাড়ি পৌঁছে দিয়েছেন বিগ বি। এমনকি একটি ট্রেনে ২৮০০ যাত্রীর একটি ট্রেনের মাঝপথে যাত্রা বন্ধ হলে শ্রমিকদের জন্য বিমানের ব্যবস্থা পর্যন্ত করে দেন তিনি। এখানেই শেষ নয় ৩০০ বেডের কোভিড কেয়ার সেন্টার তৈরী থেকে শুরু করে মা বাবা হারা অনাথ দুই শিশুকে দত্তক নিয়েছেন তিনি।
এই সমস্ত দানের তথ্য প্রকাশ করেছেন অমিতাভ বচ্চন। তবে, দানের এই তালিকা প্রকাশ করে খুব লজ্জিত বিগ বি। তার মতে, ‘ছোট থেকেই শিখেছি যে দেন করে সেটা প্রচার করতে নেই। এতে দাতা ও নিজেই দান নিচ্ছেন দুজনেরই অসম্মান হয়। কিন্তু এখন সময় বদলে গেছে এখন লোকে যাই করুক না কেন সকলের সামনে সেটা প্রচার করতে হয়। নাহলে লোকে ভাবে শুধুই মুখে কথা বলছি আসলে করছি না। তবে এই দানের তালিকা প্রকাশ করতে গিয়ে নিজেই লজ্জিত বোধ করছি’।