• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝে ৩১ কোটি টাকায় মুম্বাইয়ের বুকে ডুপ্লেক্স কিনলেন অমিতাভ বচ্চন

বলিউডের বিগ বি নাম পরিচিত অমিতাভ বচ্চন (Amitabh Bacchan)। একটা সময় ছিল যখন বলিউড রাজ করেছেন তিনি। আজও তার ভক্তগণের সংখ্যা অগণিত। বর্তমানে ৭৮ বছর বয়স অভিনেতার, তবে এখনো পর্দায় সক্রিয় বিগ বি। কিছু দিন আগেই ‘কৌন বানেগা কারোর পতি’ রিয়্যালিটি শো এর নতুন সিজেনের প্রোমোটে দেখা গিয়েছে অভিনেতাকে। সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় অমিতাভ বচ্চন। মাঝে মধ্যেই নিজের মনের নানা কথা থেকে শুরু করে ছবি ও ভিডিও শেয়ার করেন।

তবে এরই মাঝে খবর আসছে যে মুম্বইয়ে বুকে একটি ডুপ্লেক্স কিনেছেন অভিনেতা। যার মূল্য ভারতীয় টাকায় ৩১ কোটি টাকা। ৫১৮৪ স্কোয়ার ফুটের এই ডুপ্লেক্সটি গত এপ্রিল মাসেই রেজিস্ট্রি করানো হয়েছে। প্রতি স্কোয়ার ফুট ৬০০০০ টাকা হিসাবে ৩১ কোটি ১০ লক্ষ ৪০ হাজার টাকায় টায়ার-২ বিল্ডার ক্রিস্টাল গ্রুপের অ্যাটলান্টিসের তৈরী প্রকল্পে এই ডুপ্লেক্সটি কিনেছেন। এই সম্পত্তিটি কেনার জন্য ৬০ লক্ষ টাকার বেশি ট্যাক্স দিতে হয়েছে অভিনেতাকে।

   

অমিতাভ বচ্চন Amitabh Bacchan

যেমনটা জানা যাচ্ছে, প্রজেক্টের একটি অ্যাপার্টমেন্টের ২৭ ও ২৮তম তলা মিলিয়ে রয়েছে বিগ বি-র। তবে শুধু যে বিগ বি তা কিন্তু নয়, একই অ্যাপার্টমেন্টে আরো সেলিব্রিটিরা ফ্লাট কিনেছেন। তাদের মধ্যে রয়েছে সানি লিওনি থেকে শুরু করে অর্জুন কাপুর ও সোনাক্ষী সিনহাও।

অমিতাভ বচ্চন,ডুপ্লেক্স,মুম্বাই,Amitabh Bacchan,New Flat,Mumbai

প্রসঙ্গত, কিছুদিন আগেই কোটি কোটি টাকা দান করার পরেও নানান কটূক্তির সম্মুখীন হতে হয়েছিল অমিতাভ বচ্চনকে। এরপর অভিনেতা আর চুপ থাকেন নি। দিল্লির ‘শ্রী গুরু তেগ বাহাদুর কোভিড কেয়ার সেন্টার’ এর জন্য ২ কোটি টাকা দানের পরেই নিজের বিগত বছর থেকে করা সমস্ত দানের হিসাব প্রকাশ্যে এনেছেন বিগ বি। যেখানে রয়েছে তার গোটা ১ বছর ধরে করা সাহায্যের বিবরণ। লক্ষাধিক দিনমুজুর শ্রমিকদের জন্য ২ বেলা খাবারের বন্দোবস্ত থেকে শুরু করে বাড়ি পৌঁছানোর মত কাজ করেছেন তিনি।

তবে, দানের এই তালিকা প্রকাশ করে খুব লজ্জিত হয়েছেন বিগ বি। তার মতে, ‘ছোট থেকেই শিখেছি যে দেন করে সেটা প্রচার করতে নেই। এতে দাতা ও নিজেই দান নিচ্ছেন দুজনেরই অসম্মান হয়। কিন্তু এখন সময় বদলে গেছে এখন লোকে যাই করুক না কেন সকলের সামনে সেটা প্রচার করতে হয়। নাহলে লোকে ভাবে শুধুই মুখে কথা বলছি আসলে করছি না। তবে এই দানের তালিকা প্রকাশ করতে গিয়ে নিজেই লজ্জিত বোধ করছি’।

site