• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৯ বছরে পা দিল আমির পুত্র আজাদ,১৪ বছরের ছোট ‘বেবি ব্রাদারকে’ আদরে মুড়ে দিলেন ইরা

Published on:

অন্যান্য স্টারকিডদের মতো একেবারেই নয় আমির খানের দুই সন্তান ইরা এবং আজাদ। বলিউডের হাতছানি থেকে অনেকটাই দূরেই থাকেন তারা। পরিবার আর নিজেদের নিয়েই থাকতে ভালোবাসেন ইরা-আজাদ। আজই ৯ বছরে পা দিল আমির পুত্র আজাদ রাও খান, আর ভাইয়ের জন্মদিনে তাকে আদরে ভরিয়ে দিলেন ইরা খান।

ইরার থেকে ১৪ বছরের ছোট আজাদ। কিন্তু দুজনের বন্ডিং বেশ সুন্দর তা ইরার ইন্সটাগ্রাম পোস্টেই স্পষ্ট। চলতি বছরের ২৫ নভেম্বর ৯-এ পড়ে আমির খান এবং কিরণ রাওয়ের ছেলে আজাদ রাও খান। করোনা আবহে এক্কেবারে ঘরোয়াভাবেই পালন করা হয় আজাদের ৯-এর জন্মদিন। আমির খানের পঞ্চগানির বাগান বাড়িতেই পালন করা হয় আজাদের জন্মদিন। সেখানকার ছবি শেয়ার করে আজাদকে ভালবাসা জানান ইরা।

এদিকে, বাবার ফিটনেস কোচ নুপূর শিখরের প্রেমে ইতিমধ্যেই হাবুডুবু খাচ্ছেন ইরা।নুপূর শিখরের ইন্সটা হ্যান্ডেলে ইরার সঙ্গে একটা ছবি নিয়েই গুঞ্জন ছড়ায়। খবর চাউর হয়ে যায় আমির কন্যা জড়িয়েছেন নতুন সম্পর্কে। এর আগে নুপূরের হাতে ট্যাটু করতেও দেখা যায় ইরাকে৷ ইরার প্রথম সম্পর্ক ছিল মিশাল কৃপালিনীর সঙ্গে৷ প্রায় ২ বছর সম্পর্কের পর মিশালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় ইরার৷ বিচ্ছেদের কথা নিজের মুখেই স্পষ্ট জানিয়েছিলেন ইরা।

 

View this post on Instagram

 

A post shared by Ira Khan (@khan.ira)

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥