• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এবার বলিউডে পা রাখতে চলেছেন আমির পুত্র জুনেইদ খান! শীঘ্রই শুরু হতে চলেছে শ্যুটিং

Published on:

বেশ কয়েক বছর ধরেই বি-টাউনে পা রাখার চেষ্টা করছেন আমির খানের পুত্র জুনেইদ খান। কিন্তু কিছুতেই তা সম্ভবপর হয়নি। জানা গেছে, লাগাতার অডিশন দিয়ে গেছেন জুনেইদ,বাদ ও পড়েছেন কিন্তু এই বিষয়ে বাবার কাছ থেকে কোনোও সাহায্য পাননি তিনি। কিছুদিন আগেই শোনা গেছিল, মালয়ালম হিট ছবি ইশক এর হিন্দি রিমেকে অভিনয় করতে চান জুনেইদ।

অবশেষে স্বপ্ন পূরণ হতে চলেছে আমির পুত্র জুনেইদের। যশরাজ ফিল্ম এন্টারটেইনারের মাধ্যমে বলিউডে অভিষেক হতে চলেছে অভিনেতা আমির খানের ‌বড় ছেলে জুনেইদ খানের। প্রশিক্ষিত অভিনেতা জুনেইদ দীর্ঘদিন ধরে থিয়েটারের সঙ্গে যুক্ত এবং বেশ কিছু সফল নাটকও উপহার দিয়েছেন। এবার বলিউডে নিজেকে প্রমাণ করার পালা তার।

এই প্রযোজনা সংস্থা অতীতে অনুষ্কা শর্মা, রনবীর সিং সহ অনেক বড় বড় তারকাদের বলিউডে লঞ্চ করিয়েছে এবং জুনেইদের জন্য সময়ের নাটকের মতো ছবিতে অভিনয় করানোর পরিকল্পনা করছে। এক বিশেষ রিপোর্টে জানা গিয়েছে, ওয়াইআরএফ পরিচালক সিদ্ধার্থ পি মালহোত্রার হাত ধরে ১৮৬২ সালের মহারাজ লাইবেল মামলার ওপর সিনেমা তৈরি করবে। এই সিনেমার কাজ শীঘ্রই শুরু হবে এবং মুম্বইয়ের মাড আইল্যান্ডে বিশাল সেট তৈরি করা হবে। ২০২১ সালের প্রথম দিকে এই ছবির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে এবং যে কারণে জুনেইদের ওয়ার্কশপ শীঘ্রই শুরু করা হবে। এই ছবিতে জুনেইদ এক সাংবাদিকের ভূমিকায় অভিনয় করবেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥