অনেক প্রত্যাশা নিয়ে গত মাসেই রাখি পূর্ণিমার দিন অর্থাৎ ১১ ই আগস্ট সারা দেশব্যাপী মুক্তি পেয়েছিল আমির খান (Amir Khan) অভিনীত বহু প্রতিক্ষিত সিনেমা ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadda)। এই সিনেমার হাত ধরেই দীর্ঘ চার বছর পর সিলভার স্ক্রিনে ফিরেছেন মিস্টার পারফেকশনিস্ট। কিন্তু সকলের সমস্ত আশায় জল ঢেলে, মুক্তির পরেই বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়ে এই সিনেমা।
পাশাপাশি ধর্মীয় ধামাবেগে আঘাত হানায় সিনেমাটি বয়কটও করেছিলেন নেটিজেনরা। তবে সিনেমা মুক্তির আগে অভিনেতা আমির খান এবং এই সিনেমার নায়িকা করিনা কাপুর খান দুজনেই দর্শকদের কাছে অনুরোধ করেছিলেন প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখার জন্য। প্রসঙ্গত বিগত ৪ বছর ধরে দেশের বিভিন্ন প্রান্তে ১০০ টি জায়গা ঘুরে শুটিং হয়েছিল ১৮০ কোটি বাজেটের এই সিনেমার।
কিন্তু এত কিছুর পরেও এই সিনেমাটি বক্স অফিসে একেবারেই লাভের মুখ তো দেখেনি উপরন্তু ১০০কোটি টাকার ক্ষতি হয়েছে এই সিনেমার নির্মাতাদের। এরইমধ্যে গতকাল জানা গিয়েছিল সিনেমার জন্য নেওয়া সমস্ত পারিশ্রমিক ফিরিয়ে দেবেন বলে জানিয়েছেন আমির খান। এরই মধ্যে আজ অর্থাৎ বৃহস্পতিবার সকালে নতুন করে আরও একটি কান্ড ঘটিয়ে বসলো আমিরের প্রোডাকশন হাউজ। যার ফলে নেটিজেন্ডদের আরো বেশি ক্ষোভের মুখে পড়লেন খোদ আমির খান।
আসলে আজই আমিরের প্রোডাকশন হাউজের তরফ থেকে একটি ক্ষমা চাওয়ার ভিডিও (Apology Video) শেয়ার করা হয়েছিল। সেই ভিডিওতে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘কাল হো না হো’ সিনেমার মিউজিক। সাথে চলছে ভয়েস ওভার, যদিও সেই গলা আমির খানের নয়। ভয়েস ওভারে বলা কথা গুলোই ভেসে উঠতে দেখা যাচ্ছে স্ক্রিনে। আর এখানেই ঘটে যায় বড়োসড়ো গন্ডগোল। কারণ স্ক্রিনে ভেসে ওঠা লেখা বানানের মধ্যেই ছিল অজস্র ভুল (Spelling Mistake)।
যা দেখে আরো বেশি রেগে গিয়েছেন নেটিজেনরা। বিশেষ করে জৈন ধর্মাবলম্বী মানুষরা। কারণ আজকের দিনটি জৈন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত বিশেষ একটি দিন। জৈনদের পবিত্র পরব পরয়ুশন চলছে এখন। এই সময়ে জেনে কিংম্বা অজান্তে করা ভুলের ক্ষমা চাওয়া হয়। আজ এই উৎসবেরই শেষ দিন। তাই তাদের এই পবিত্র উৎসবের শেষ দিনেই এমন ভুলভাল কাজকর্ম দেখে আরো রেগে গিয়েছেন জৈন ধর্মাবলম্বীরা।
https://twitter.com/indiantweeter/status/1565196016021712897?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1565196016021712897%7Ctwgr%5E445c25b4bdc9e7ac912b0d19dcb2a52fb422ef68%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbangla.hindustantimes.com%2Fentertainment%2Faamir-khan-productions-apology-tweet-with-many-spelling-errors-are-embarrassing-netizens-thinks-he-should-apologies-again-for-these-31662009783905.html
আসলে ভিডিওতে ভয়েস ওভারে একটি জায়গায় বলা হচ্ছে ‘হাম সব ইনসান হে’ কিন্তু স্ক্রিনের ওপর ইংরেজি অক্ষরের লেখায় ইনসানের জায়গায় ভেসে উঠছে ‘ইনসেন’ শব্দটি। যার বাংলা অর্থ করলে দাড়ায় পাগল। শুধু তাই নয় শেষের দিকে বলা হয়েছে ক্ষমা চাওয়ার কথা বলা হলেও বানান লেখা হয়েছে ‘সামা’। শুধু তাই নয় লেখার সাথে সাথে অদ্ভুত সব ধরনের সব ইমোজি ব্যবহার করা হয়েছে যা দেখে লেখাটা আরো বেশি হাস্যকর হয়ে উঠেছে। এই ভুলের কারণে আমিরের উপরে আরো বেশি করে চটে গিয়েছেন সকলে। পরবর্তীতে দেখা গিয়েছে। ক্ষমা চাওয়ার এই ভিডিওটি আমিরের প্রোডাকশন হাউসের তরফ থেকে ডিলিট করে দেয়া হয়েছে।
View this post on Instagram