বলিউডের (Bollywood) মিস্টার পারফেকশনিস্ট আমির খানের (amir khan) কন্যা হয়েও আর সব স্টারকিডদের থেকে বেশ খানিকটা আলাদা ইরা খান (ira khan)। বলিউডের হাতছানিতে সাড়া না দিয়েই নিজের মতো করেই স্বপ্ন বোনেন তিনি। অভিনেত্রী নয় ট্যাটু আর্টিস্ট হতে চান ইরা। ব্যক্তিগত জীবনেও তিনি তাই কোনো বলিপাড়ার ড্যাশিং হিরোকে জীবন সঙ্গী হিসেবে বেছে নেননি। বাবার ফিটনেস কোচ নুপূর শিখরের প্রেমে ইতিমধ্যেই হাবুডুবু খাচ্ছেন ইরা।
নুপূর শিখরের ইন্সটা হ্যান্ডেলে ইরার সঙ্গে একটা ছবি নিয়েই গুঞ্জন ছড়ায়। খবর চাউর হয়ে যায় আমির কন্যা জড়িয়েছেন নতুন সম্পর্কে। এর আগে নুপূরের হাতে ট্যাটু করতেও দেখা যায় ইরাকে৷ ইরার প্রথম সম্পর্ক ছিল মিশাল কৃপালিনীর সঙ্গে৷ প্রায় ২ বছর সম্পর্কের পর মিশালের সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ হয় ইরার৷ বিচ্ছেদের কথা নিজের মুখেই স্পষ্ট জানিয়েছিলেন ইরা।
এখন একদম জমিয়েই প্রেম করছেন ইরা নুপূর। কদিন আগেই মহারাষ্ট্রে জারি হওয়া লকডাউনের ‘ছুটি’তে দুজনে দুজনকে নিয়েই মজে ছিলেন। কিন্তু এবার খানিক বদলে গেল চিত্র। সম্প্রতি ইরারই পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেল, প্রেমিক নুপূর শিখরকে ঝেড়ে লাথি ঘুষি মারছেন আমির কন্যা।
আসল বিষয়টি হল সত্যি সত্যি নিজের ভালোবাসার মানুষকে লাথি মারেননি আমির কন্যা। কিক বক্সিং প্র্যাকটিস করতে গিয়েই এই কীর্তি করেছেন তারকা কন্যা। ভিডিওটি পোস্ট করে ইরা ক্যাপশন এ লিখেছেন, ‘আমার দ্বারা কিক বক্সিং হবে না’। এই কান্ডের জন্য নুপূরের কাছে ক্ষমাও চাইতে দেখা যায় আমির কন্যাকে, ভিডিওর শেষে প্রেমিকাকে জড়িয়ে ধরেন নুপূর শিখর।