• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক পেগে হয় না, পুরো বোতল লাগে! মদ দেখলেই নিয়ন্ত্রণ হারাতেন, বদভ্যাস নিয়ে আফসোস আমির খানের

১১ আগস্ট মুক্তি পেয়েছে আমির খান (Aamir Khan) ও করিনা কাপুর খান অভিনীত ‘লাল সিং চাড্ডা’ (Laal Singh Chaddha)। দীর্ঘ চার বছর পর এই ছবির মাধ্যমেই কামব্যাক করেছেন সুপারস্টার আমির খান। তবে বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে সেই সিনেমা। ছবি তৈরির যে টাকা খরচ হয়েছিল সেটা আদৌ উঠবে কি না তাই নিয়েই সন্দেহ রয়েছে!

এসবের মাঝেই শোনা গিয়েছে, ছবি ফ্লপ হওয়ার ধাক্কা মেনে নিতে পারছেন না আমির খান। অসুস্থ হয়ে পড়েছেন, এমনকি কারোর সঙ্গে কথাও বলছেন না। এই বিষয়ে ঘনিষ্ঠ এক সূত্রে জানা গেছে ‘ফরেস্ট গাম্প’এর সেরা ভার্সন বানানোর জন্য আমির প্রচণ্ড পরিশ্রম করেছেন। কিন্তু দর্শকরা এভাবে মুখ ফিরিয়ে নেওয়ায় উনি অনেক বড় ধাক্কা পেয়েছেন’।

   

AMir Khan saying viewers to watch lal singh chadda in hall

ছবির রিলিজের আগেই বিতর্ক শুরু হয়েছিল, কিন্তু তাতে খুব একটা গুরুত্ব দিতে নারাজ ছিলেন তিনি। পুরোদমে চালিয়ে গিয়েছিলেন ছবির জন্য প্রচার। এমনকি রিলিজের দুদিন আগে ঘুমাতে পর্যন্ত পারেননি ঠিক করে। এমন একটা ছবি কষ্ট করে বানিয়ে যদি ফ্লপ হয় তাহলে স্বাভাবিকভাবেই যে কেউ ভেঙে পড়তে বাধ্য হবেন। ছবির প্রচার চলাকালীন নিজের জীবনের এক অজানা কথা শেয়ার করেছিলেন আমির খান।

তার জীবন সম্পর্কে মানুষের মনে তৈরি হওয়া নানান প্রশ্নের খুল্লামখুল্লা উত্তর দিয়েছেন আমির। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ, রীনা দত্তের সঙ্গে বিচ্ছেদ, তিন সন্তান, আজাদ, জুনেইদ এবং ইরাকে নিয়ে মন খুলে কথা বললেন তিনি। এই সাক্ষাৎকারেই নিজের একসময়ের বদভ্যাস নিয়েও মুখ খুলেছেন আমির।

Amir Khan,Bollywodo Gossip,Lal Singh Chadda,Bollywood Flop,আমির খান,লাল সিং চাড্ডা,বলিউড গসিপ,সুপার ফ্লপ ছবি

আমির জানান, এমন একটা সময় ছিল যখন একটা মদের বোতল একবারেই গলায় ঢালতেন আমির। এমনকি নেশায় নিজের উপর কোনোও নিয়ন্ত্রণও থাকত না তার। বয়স বাড়ার সাথে সাথে তিনি বুঝতে পারেন শরীরের জন্য কতটা ক্ষতিকারক এই অভ্যাস। তিনি আরও রিয়ালাইজ করেন যে নেশায় বুঁদ হয়ে থাকলে মানুষ কি বলে বা করে তার কিছুই বোঝার উপায় থাকেনা।

এই প্রসঙ্গে আমির জানান, ‘‘অনেকেই আছে, যাঁরা রোজ দুই পেগ খেয়ে সন্তুষ্ট হয়ে যান। আমি সে রকম ছিলাম না। খাওয়া শুরু করলে থামতে পারতাম না। রোজ খেতাম না। মাঝে মধ্যে। তাতেই ওই অবস্থা হত।’’

site