• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের দৌলতে কোটিপতি, আমির থেকে কঙ্গনা পাহাড়ের কোলে রাজকীয় বাড়ি করেছেন এই ৫ বলি তারকাদের

Published on:

Bollywood celebrities who have lavish house in the hills

নিজেদের কাজের ব্যস্ত শিডিউলের মাঝে বলিউড তারকারা (Bollywood celebrities) খুব কম সময় ছুটি পান। তবে যেটুকু সময় তাঁরা বিরতি পান, সেইটুকু সময় পরিবারের সময় কাটান। কেউ চলে যান, সমুদ্রে আবার কেউ চলে যান পাহাড়ের কোলে (Hills)। তবে এই বলিউডেই এমন বহু তারকা রয়েছে যাঁদের পাহাড়ের কোলে বিলাসবহুল বাড়ি (Lavish house) রয়েছে। আজ সেই বলি সেলেবদের নামের তালিকায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক।

কঙ্গনা রানাউত (Kangana Ranaut)- বলিপাড়ার ‘ক্যুইন’ নিজের পাহাড়ি কন্যা। তাই স্বাভাবিকভাবেই সেখানে তাঁর বাড়ি রয়েছে। মানালিতে কঙ্গনার কাঁচের বাড়ি থেকে চোখ ফেরানো দায়। সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটার উঁচুতে অবস্থিত কঙ্গনার বাড়ি। বলিউডের ‘ক্যুইন’এর বিলাসবহুল পাহাড়ি বাড়ির নাম ‘কঙ্গনা হাইটস’।

Kangana in her Manali house

আমির খান (Aamir Khan)- বান্দ্রায় বিলাসবহুল পালি হিলের পাশাপাশি আমিরের পাহাড়ের কোলেও একটি বাড়ি রয়েছে। পঞ্চগনিতে অবস্থিত সেই বাড়ি। জানা গিয়েছে, সেখানে ২ একর জমি রয়েছে বলি সুপারস্টারের। জানা যায়, ৭ কোটির সেই বাড়িতে মাঝেমধ্যেই ছুটি কাটাতে চলে যান আমির।

Aamir Khan in his hill house

নীনা গুপ্তা (Neena Gupta)- উত্তরাখণ্ডের মুক্তেশ্বরে বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী নীনা গুপ্তের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। মাঝেমধ্যেই অভিনেত্রীর সামাজিক মাধ্যমে তাঁর সেই বাড়ির ঝলক দেখতে পাওয়া যায়। দুর্দান্ত ইন্টেরিয়র থেকে শুরু করে সবুজ বাগান- নীনার পাহাড়ি বাড়ি থেকে একেবারে চোখ ফেরানো দায়।

Neena Gupta in her hill house

সুনীল শেট্টি (Suniel Shetty)- খান্ডালায় পাহাড়ের কোলে ৫ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল বাড়ি রয়েছে। শোনা যায়, সেই বাড়ির অন্দরে ‘হাই-টেক’ নানান প্রযুক্তি রয়েছে। ছাদে সুইমিং পুল থেকে শুরু করে সবুজে ঘেরা বাগান- বলিউডের আন্নার পাহাড়ি বাড়ি দেখলে মন ভরে যাবেই।

Suniel Shetty in his farm house

করিনা কাপুর খান এবং সইফ আলি খান (Kareena Kapoor Khan and Saif Ali Khan)- বলিউডের ‘পাওয়ার কাপল’ করিনা কাপুর খান এবং সইফ আলি খানের নামও এই তালিকায় রয়েছে।

Kareena and Saif in Switzerland

‘নবাব’ সইফ এবং ‘বেগম’ করিনার সুইজারল্যান্ডে পাহাড়ের কোলে একটি বাড়ি রয়েছে। মাঝেমধ্যেই সেখানে সপরিবার ছুটি কাটাতে চলে যান এই তারকা দম্পতি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥