• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রথাভেঙে জন্মদিনে বড়সড় সিদ্ধান্ত নিলেন বলিউড অভিনেতা আমির খান! জানালেন ‘গুডবাই’

Published on:

আমির খান Amir Khan

আমির খান (Amir Khan), বলিউডে মিস্টার পারফেকশনিস্ট নামেই পরিচিত। বলিউডে হয়তো খুব বেশি ছবি করেন নি তবে যেকটি ছবি  করেছেন তা দিয়ে মানুষের মনে নিজের জন্য আলাদা জায়গা বানিয়ে নিয়েছেন অভিনেতা। অভিনয়ের পাশাপাশি নিজের প্রযোজনা সংস্থাও রয়েছে আমির খানের। সাধারণত প্রথাগত কমার্শিয়াল ছবির বাইরেও নানান স্বাদের ছবি উপহার দিয়েছেন দর্শকদের।

Amir Khan Quits social media,amir khan,amir khan delete social media account,amir khan deletes instagram

লাগান (Lagaan), থ্রী ইডিয়টস (3 Idiots), তারে জামিন পর (Tare Zameen Par) ইত্যাদির মত বহু ছবিতে নিজের অনবদ্য অভিনয় দিয়ে দারুণভাবে তুলে ধরেছেন বিভিন্ন চরিত্রকে। পিকে ছবিতেও সমাজের অন্য একদিকের ছবি ফুটিয়ে তুলেছিলেন। বিখ্যাত এই অভিনেতা গত ১৪ই মার্চ ৫৬ বছরে পা দিলেন। আর জন্মদিনে যেখানে পার্টিতে মেতে ওঠেন বলিউডের সেলিব্রিটিরা, সেখানে একটু আলাদাভাবেই দেখা গেল মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে।

সাধারণত জন্মদিন মানেই কেক কাটা, পার্টি, হই হুল্লোড় আর সেই সব ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার। পছন্দের সেলেব্রিটির জন্মদিনে লক্ষ লক্ষ লাইক দিয়ে ছবি ভিডিও ভাইরাল করে তোলে নেটিজেনরা। কিন্তু একেবারে নিজের ছবির মতোই জন্মদিনে ছকভাঙা সিদ্ধান্ত নিলেন আমির খান। সোশ্যাল মিডিয়া থেকে চিরবিদায় জানালেন অভিনেতা।

Amir Khan Quits social media,amir khan,amir khan delete social media account,amir khan deletes instagram

খুব বেশিদিন সোশ্যাল মিডিয়াতে থাকেন নি আমির খান। ২০১৮ সালেই প্রথম সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ইনস্টাগ্রামে যোগ দেন। প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট হিসাবে নিজের মায়ের একটি ছবি শেয়ার করেছিলেন অভিনেতা। এরপর থেকে খুবইব্যাক্তিগত পোস্ট করেছিলেন আমির খান। তবে সেলেব্রিটি হবার কারণে দিনে দিনে অনুগামীর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছিল।

জন্মদিনে অনুগামীদের উদ্দেশ্যে আমির খান লেখেন, ‘জন্মদিনে আমায় এতো ভালোবাসাদেবার জন্য ধন্যবাদ। এটা সত্যি খুবই হার্ট ওয়ার্মিং। কিন্তু এটাই আমার শেষ সোশ্যাল মিডিয়া পোস্ট হতে চলেছে। এমনিতেও আমি খুব একটা সক্রিয় থাকি না সোশ্যাল মিডিয়াতে। তাই একেবারেই বিদায় জানাচ্ছি সোশ্যাল মিডিয়াকে। প্রথমে যেভাবে আমরা যোগাযোগ করতাম সেভাবেই যোগাযোগ করব’। নিজের এই পোস্টের সাথে আমির খান প্রোডাকশনের অফিসিয়াল লিংক শেয়ার করেন অভিনেতা। জানান এবার থেকে সেখান থেকেই হবে যোগাযোগ ও যেকোনো ছবি সংক্রান্ত খবর পাওয়া যাবে সেখানেই।

আমির খান প্রোডাকশনের অফিসিয়াল হ্যান্ডেল থেকে লাল সিং চাড্ডার একটি ছবি শেয়ার করেছেন অভিনেতা। আগামী বড়দিনেই রিলিজ হতে চলেছে ‘লাল সিং চাড্ডা’। এরআগে আমির খান শুটিং সেটে কাবাজের অসুবিধার কারণে মোবাইল ফোন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা তথা প্রযোজক। তবে, তাঁর এহেন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ করে দেবার সিদ্ধান্তে হতবাক ও হতাশ হয়ে পড়েছেন আমির ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥