• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখের নামে কুকুর পোষা থেকে অন্যের কেরিয়ার বরবাদ করা! আমিরের নোংরামি ফাঁস করেছিল ভাই ফাইসাল

Published on:

Amir Khan named his dog after Shahrukh Khan exposed by own brother faisal

আমির খান (Aamir Khan) এমন একজন অভিনেতা যিনি নিজের কেরিয়ারে বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন। কর্মজীবন থেকে শুরু করে ব্যক্তিগত জীবন- আমিরের জীবন আর বিতর্ক যেন সমার্থক। ২০০৮ সালে এমনই এক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেতা। যা নিয়ে বিস্তর চর্চা হয়েছিল সেই সময়। এমনকি প্রায় এক দশক পেরিয়ে যাওয়ার পরেও এখনও হয়। তবে সম্প্রতি নতুন করে এক বিতর্ক শুরু হয়েছে আমির খানকে নিয়ে।

আসলে ২০০৮ সালে আমির প্রকাশ্যে বলেছিলেন, তাঁর পোষা কুকুরের নাম নাকি শাহরুখ (Shah Rukh)। বলাই বাহুল্য, ‘মিস্টার পারফেকশনিস্ট’এর এই বিতর্কিত মন্তব্য একেবারেই সাধারণ মানুষের ভালোলাগেনি। অবশ্য শুধু তাঁরাই নন, আমিরের এই কথায় বেশ চটে গিয়েছিলেন তাঁর ভাই ফয়জল খানও (Faisal Khan)।

Aamir Khan and Faisal Khan

‘মেলা’, ‘মদহোশ’, ‘কয়ামত সে কয়ামত তক’-সহ বেশ কিছু ছবিতে কাজ করা ফয়জলের সঙ্গে আমিরের সম্পর্ক খুব একটা ভালো নয়। ২০১৭ সাল থেকে সেই সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকে। আমিরের মতে, তাঁর ভাই ফয়জল মানসিক দিক থেকে অসুস্থ। কারণ সে তাঁদের বাবার কাস্টোডির জন্য কোর্ট পর্যন্ত ছুটেছিলেন।

সম্প্রতি ‘লেহরে রেডিও’র তরফ থেকে শেয়ার করা একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে ফয়জলকে আমিরের শাহরুখের নামে কুকুর পোষার বিষয়ে বলতে শোনা গিয়েছে। প্রসঙ্গত, ২০০৮ সালে আমির লিখেছিলেন, ‘শাহরুখ আমার পা চাটছে এবং আমি ওঁকে মাঝেমধ্যেই বিস্কুট খাওয়াচ্ছি। এর চেয়ে বেশি আর কী চাই?’

শাহরুখের অনুরাগীরা তো বটেই, আমিরের নিজের ভাই ফয়জলও তাঁর এই কথায় বেশ চটে গিয়েছিলেন। সম্প্রতি ভাইরাল হওয়া এই ভিডিওয় তাঁকে বলতে শোনা যায়, ‘আমিও এই বিষয়টা শুনেছি যে ওঁর পঞ্চঘানির কুকুরের নাম শাহরুখ। হয় ও আর নাহলে ওঁর মালি এই নাম দিয়েছে। আমার এই কথাটা শুনে খুবই খারাপ লেগেছিল। আমি জানি না আমির কেন নিজের কুকুরের নাম শাহরুখ রেখেছে, তবে আমি আমার কুকুরের নাম কোনোদিন আমির রাখব না’।

After Shahrukh Khan Kartik Aryan is to be called as Bollywood King says fans

এখানেই থামেননি ফয়জল। নিজের এই সিদ্ধান্তের পিছনের কারণও জানিয়েছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’এর ভাই বলেন, ‘কুকুররা সৎ, বুদ্ধিমান, অনুভূতিপ্রবণ হয়। ওদের মধ্যে এই গুণগুলি রয়েছে। বুদ্ধিমানও হয়। তাই আমার মনে হয় না আমি কোনোদিন আমার কুকুরের নাম আমির রাখব’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥