• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ঢ্যাঁড়া পিটিয়েও লাভ হল না, রিলিজ হতেই ফ্লপ! আমির খানের ‘লাল সিং চাড্ডা’ দেখতেই এল না দর্শকেরা

এই বছরে বহু প্রতিক্ষীত ও আলোচিত ছবি গুলোর মধ্যে একটি হল মিস্টার পারফেকশনিস্ট তথা আমির খানের (Amir Khan) নতুন ছবি ‘লাল সিং চাড্ডা’ (Lal Singh Chadda)। আজ প্রেক্ষাগৃহে মুক্তি পেল আমির ও করিনা কাপুর (Kareena Kapoor) অভিনীত সর্বাধিক আলোচিত এই ছবি। বলা বাহুল্য ছবি নির্মাণের প্রথম থেকেই যেন বিতর্ক পিছু ছাড়ছে না।

ছবি মুক্তির আগে থেকেই টুইটার জুড়ে ট্রেন্ডিং ‘#Boycott Laal Singh Chaddha’। সাধারণত শুক্রবারে সিনেমা মুক্তি পায়। কিন্তু  রাখী বন্ধনকে মাথায় রেখেই ছক ভেঙে বৃহস্পতিবারেই মুক্তি পায় ” লাল সিং চাড্ডা “। মুক্তির পরেও চর্চায় আমিরের নতুন সিনেমা। যদিও নতুন ছবি মুক্তি পেলে তা নিয়ে চর্চা হওয়াটা স্বাভাবিক। তবে এক্ষত্রে ছবিটা কিছুটা হলেও আলাদা।

   

Amir Khan after Lal Singh Chadda four upcoming movies

শতচেষ্টা করেও দর্শক আনতে ব্যর্থ হলেন পারফেকশনিস্ট। কারণ প্রেক্ষাগৃহে দর্শক সংখ্যা একেবারেই নগন্য। প্রচারের তুলনায় সিনেমা হলে দর্শকদের উন্মাদনা সেইভাবে চোখে পড়েনি। কার্যত হাতে গোনা কয়েকজন দর্শকদের নিয়েই শো শুরু হয় বেশিরভাগ জায়গায়। এর একটা কারণ হিসাবে মুক্তির আগেই সংবামাধ্যমগুলোর বিতর্কে জায়গা পাওয়াকেই মনে করছেন অনেকে।

আসলে বিতর্কের সূত্রপাত ২০১৫ সালে আমির ও কিরণের করা এক মন্তব্য নিয়ে। যেখানে কিরণকে বলতে শোনা যায়, ভারত বাসযোগ্য নয় বলেই ভারতে ছেড়ে চলে যাওয়া শ্রেয়। ব্যস এই মন্তব্যের আক্রোশ যেন ফের উগরে পড়ল আমিরের ছবি ‘লাল সিং চাড্ডা’ উপর।

Aamir Khan says please watch my movie Laal Singh Chaddha on theatre

আমিরের মন্তব্য সকলের মনেই এক প্রকার নেতিবাচক প্রভাব ফেলেছে বলেই মনে করছেন নেটিজেনদের একাংশ। কিছুদিন আগেও অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নিজেই ” লাল সিং চাড্ডা ” নিয়ে নিজের বক্তব্য পেশ করেন। তিনি ছবি বয়কটের বিষয়ে সম্পূর্ন দায়ী করেন আমিরকে। আমিরের ভুল ও অযৌক্তিক মন্তব্যের জেরে নাকি ছবি বয়কটের ডাক উঠেছে বলে দাবি কঙ্গনার। এছাড়াও ছবিতে বেশ কিছু অন্তরঙ্গ দৃশ্য রয়েছে । সেগুলো নিয়েও নেটিজেনদের রোষে পরে যায় সিনেমাটি।

প্রসঙ্গত, এই ছবির হাত ধরে বেশ কয়েক বছর পর পর্দায় আসছেন আমির খান ৷ ছবিটি 1994 সালে তৈরি হলিউড ফিল্ম ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল হিন্দি রিমেক। ‘লাল সিং চাড্ডা’-য় প্রধান চরিত্রে আমিরের বিপরীতে অভিনয় করছে করিনা কাপুর খানক ৷ ‘থ্রি ইডিয়েটস’-এর পর এই ছবিতে ফের একবার স্ক্রিন শেয়ার করবেন তাঁরা ।