• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

প্রকাশ্যে আমির-কিরণের বিচ্ছেদের নতুন তথ্য! সম্প্রতি নয় অনেক আগেই হয়েছিল ডিভোর্সের সিদ্ধান্ত

Published on:

আমির খান Amir Khan Kiran Rao DIvorce Ira Khan

বলিউডের (Bollywood) সেলিব্রেটি জুটির মধ্যে অন্যতম আমির খান (Amir Khan) , কিরণ রাও( Kiran Rao) জুটি। এতদিন দূর থেকে তাঁদের সুখী দাম্পত্য জীবনের দিকে তাকিয়ে যে কেউ বলতো ‘মেড ফর ইচ আদার’ কিন্তু সম্প্রতি সেই ভুল ভেঙেছে সকলের। একে অপরের সাথে দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে সবাইকে চমকে দিয়েছেন আমির-কিরণ। তবে বিচ্ছেদ ঘটলেও এই তারকা জুটি বারবার জানিয়েছেন তাঁরা একটাই পরিবার। এখনও তাঁরা একে অপরের বন্ধু। কিন্তু এত বছর পর হঠাৎ কী কারণে এমন সিদ্ধান্ত নিলেন তারকা জুটি সে বিষয়ে জানার কৌতূহল সমলাতে পারছেন না অনেকেই।

এমনিতেই সেলিব্রেটিদের ব্যাক্তিগত জীবনের খুঁটিনাটি নিয়ে বরাবরই আগ্রহ থাকে অনুরাগীদের। আর সেখানে যখন কথা হচ্ছে আমির খানের মতো প্রথম সারির অভিনেতার ডিভোর্স নিয়ে তখন কৌতূহল দ্বিগুণ হওয়াটাই স্বাভাবিক। এসবের মধ্যেই প্রকাশ্যে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। সূত্রের খবর হঠাৎ করে নয় অনেক একে অপরের থেকে আলাদা থাকার সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছিলেন আমির-কিরণ।

aamir khan kiran rao

জানা গেছে ২০২১ নয়, ২০১৯ সালেই নাকি একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন আমির-কিরণ। জানা গেছে একে-অপরের প্রতি কোনও বিদ্বেষ না থাকলেও, অনুভূতি হারিয়ে ফেলেছিলেন তাঁরা। সম্পর্কে একে অপরের প্রতি টান থাকলেও বন্ধুত্বের সম্পর্কটা থেকে গিয়েছে তাঁদের। তাই বিদ্বেষপূর্ণ মনোভাব নিয়ে এক ছাদের তলায় সংসার করার থেকে একে অপরের বন্ধু থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

আমির খান Amir Khan Kiran Rao Ira Khan

এসবের মধ্যেই কানা ঘু্ঁষো শোনা যাচ্ছে কো-স্টার ফতিমার (Fatima) সাথে আমিরের সম্পর্কের গুঞ্জন। বলা হচ্ছে ফতেমার সাথে সম্পর্ক থাকার কারণেই এতদিন ট্রায়ালে থাকার পর বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন আমির। যদিও বিষয়টির সত্যতা নিয়ে এখনও পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

যদিও বিচ্ছেদের পরেও আমির ও কিরণকে একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে একে অপরের হাত ধরে বসে থাকতে দেখা গেছে আমির ও কিরণকে।সেখানে আমিরকে বলতে শোনা যায়, ‘আপনারা নিশ্চয়ই দুঃখ বোধ করেছেন, পছন্দ করছেন না এই খবর বা হতবাক হয়েছিলেন। আমরা শুধু বলতে চাই যে আমরা দুজনেই খুব খুশি এবং আমরা এখনও একটি পরিবার।’ এছাড়াও সম্প্রতি লাদাখে একসঙ্গে নাচতেও দেখা গেছে এই প্রাক্তন জুটি কে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥