আজ গোটাদেশ করোনা ভাইরাসের সাথে লড়াই করছে। মাঝে দেশে ব্যাপক অক্সিজেন ও বেডের সংকট দেখা গিয়েছিল। তবে বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমেছে। যদিও সংক্রমণ কিন্তু আদতে প্রথম ঢেউয়ের তুলনায় অনেকটাই বেশি বেড়েছে। দেশের এমন করুণ পরিস্থিতিতে সাধারণ মানুষ থেকে শুরু করে সেলেব্রিটি সকলে এগিয়ে এসেছেন যথাসাধ্য সাহায্য নিয়ে। একাধিক বলিউড ও টলিউড সেলেব্রিটি অক্সিজেন থেকে শুরু করে বেড এমনকি সেফ হাউসের ব্যবস্থা করেছেন।
করোনা ভাইরাসের সাথে মোকাবিলার জন্য কার্যকরী হাতিয়ার হিসেবে লকডাউনকে বেছে নিয়েছে সরকার। প্রথম ঢেউয়ে দীর্ঘ ৮ মাসের ও বেশি সময় লকডাউন থাকার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছিলো জনজীবন। এরপরই দ্বিতীয় ঢেউয়ের জেরে ফের লকডাউন পরে গিয়েছে। এই লকডাউনে ভাইরাসের ঠিক শরীর সুরক্ষিত হলেও মন যে ভারাক্রান্ত হয়ে চলেছে প্রতিনিয়ত। তাই শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যও খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।
এমন পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে এগিয়ে এল বলিউডের অভিনেতা আমির খানের কন্যা ইরা খান। ইরা নিজেও একসময় দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছেন। নিজের মানসিক অবসাদের কথা সোশ্যাল মেডীতে শেয়ার করেছিলেন ইরা। বর্তমানে সাধারণ মানুষের মানসিক অবসাদ দূর করতে এক মানবিক উদ্যোগ নিয়েছেন ইরা। ইরা ‘অগাত্সু ফাউন্ডেশন (Agastu Foundation)’ নামের একটি স্বেচ্ছাসেবী সংস্তা চালু করেছেন।
View this post on Instagram
এই সংস্থার কাজ হবে মূলত সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানো যারা এই মহামারিকালি নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন। তাদের মানসিক অবসাদ মুক্ত রাখাই হল ইরার এই সংস্থার উদ্দেশ্য। সম্প্রতি ইরা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে গর্বের সাথে তার এই সংস্থার কথা জানিয়েছেন। ভিডিওটির প্রথমেই ইরা বলেছেন, ‘আমার ২১তম জন্মদিনে আমি একটি ট্যাটু করিয়েছিলাম। ‘যদি আমরা না করি তাহলে করা করবে’ এই কথাটাই লেখা রয়েছে ট্যাটুতে। আর এই কথাটা রাখতেই আমার প্রথম পদক্ষেপ ‘অগাত্সু ফাউন্ডেশন ‘ তৈরী করলাম’।
ইরার এই ভিডিওটি ইতিমধ্যেই ৫০ হাজারেরও বেশি মানুষ দেখেছেন। ভিডিওটিতে অনেকেই প্রশংসা করেছেন ইরার। নেটিজেনদের অধিকাংশের মতেই তিনি যেটা করছেন সেটা সত্যিই খুবই প্রশংসনীয়। অনেকেই কূর্ণিশজানিয়েছেন ইরার এই প্রচেষ্টাকে।