বলিউড অভিনেত্রীদের মধ্যে করিনা কাপুর খান হলেন অন্যতম অভিনেত্রী যিনি বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান এবং আমির প্রত্যেকের বিপরীতেই অভিনয় করেছেন। সম্প্রতি করিনা আমির খানের সাথে ‘লাল সিং চাড্ডা’ ছবিতে অভিনয় করেছেন। কিছুদিন আগেই শেষ হয়েছে ছবির শুটিং। এসবের মধ্যেই সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আমির এবং কারিনার একটি পুরনো ভিডিও।
ইনস্টাগ্রামে ভাইরাল সেই ভিডিওতে যাচ্ছে সহ-অভিনেত্রী কারিনা কাপুরের জন্য মধ্যপ্রদেশের বিখ্যাত চান্দেরি শাড়ি কিনছেন আমির। ইতিপূর্বে আমির আর করিনাকে একসাথে থ্রি ইডিয়টস সিনেমায় দেখা গিয়েছে। মিডিয়া রিপোর্ট অনুযায়ী খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওটিও সেই সময়ের,যখন আমির এবং কারিনা কাপুর ‘থ্রি ইডিয়টস’ ছবির শুটিং করছিলেন।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, আমির খান মধ্যপ্রদেশের এক তাঁত শ্রমিকের কাছ থেকে একটি শাড়ি কিনছেন। সেসময় আমির তার কাছে জানতে চাইছেন ‘আমি কি এই শাড়িটি কিনতে পারি?’ এরপর সম্মতি জানিয়ে তাঁত শ্রমিক বলেন- হ্যাঁ, অবশ্যই আপনি এটা কিনতে পারেন। এর পরে আমির খান বলেন- ‘তাহলে আমি কারিনা জির জন্য এই শাড়িটি কিনব।’
View this post on Instagram
সেইসাথে ওই শাড়ির কারিগরকে আমির বলেন ‘এটি আমার পক্ষ থেকে আপনার জন্য একটি উপহার।’ এখানেই শেষ নয় সেইসাথে আমির বলেন ‘আমি কিন্তু শাড়ির জন্য সাড়ে ৬ হাজার নয় তোমাকে মোট ২৫ হাজার টাকা দেব। কারণ এটি তোমার বাজার মূল্য।’
জানা যায় ভিডিওতে আমির খানের হাতে ধরে থাকা সুন্দর শাড়ি টি তৈরি করতে প্রায় ১৫ দিন সময় লেগেছে কারিগরদের। আর একথা দোকানদার নিজেই আমির খানকে বলেছেন। কারিনা কাপুরও শাড়িটি পাওয়া মাত্রই নিজের ওপর ফেলে দেখছিলেন। উল্লেখ্য আমির খান এবং কারিনা কাপুর অভিনীত লাল সিং চাড্ডা ছবিটি মানসিক সমস্যায় ভুগছেন এমন একজন মানুষের গল্প, যিনি অনেক ঐতিহাসিক ঘটনার সাক্ষী।