মাঝে মাত্র একদিন তারপরেই ৪ মার্চ অর্থাৎ শুক্রবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে নাগরাজ মঞ্জুলে পরিচালিত অমিতাভ বচ্চনের বহু প্রতীক্ষিত সিনেমা ‘ঝুণ্ড’। দীর্ঘ ৩ বছর ধরে চাতক পাখির মতো অপেক্ষায় রয়েছেন তাঁর অসংখ্য অনুরাগী। অবশেষে বড় পর্দায় মুক্তি পেতে চলেছে বিগ বির ছবি। তবে সিনেমা মুক্তির আগেই ছবির স্ক্রিনিংয়ে গিয়ে কেঁদে ভাসালেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
পরিচালক নগরাজ পোপটরাও মঞ্জুলে ও প্রযোজক ভূষণ কুমারের এই সিনেমায় কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের পাশাপাশি দেখা গিয়েছে একঝাঁক নতুন মুখ। সকলের অভিনয় দেখে সিনেমার শেষে গলা বুজে আসে আমিরের। নিজেকে কোনো রকমে সামলে নিয়ে চোখের জল মুছতে আমির বলে ওঠেন ‘২৫-৩০ বছরে যা শিখেছি সব ভেঙে গেল’।
‘ঝুন্ড’কে অমিতাভের সেরা ছবির মধ্যে একটা বলেও উল্লেখ করেন তিনি। এই সিনেমাকে ‘অদ্বিতীয়’ আখ্যা দেওয়ার পাশাপাশি বিগ বির প্রশংসা করে আমির বলেন ‘কী দারুন কাজ করেছেন উনি। উনি অনেক ভালো ছবি উপহার দিয়েছে দর্শককে। কিন্তু এটা ওঁর সেরা ছবিগুলির মধ্যে একটা। দুর্দান্ত একটা সিনেমা।’
সিনেমা শেষ হলে উঠে দাঁড়িয়ে সিনেমার কলাকুশলীদের সম্মান দেন আমির। কোনোরকমে চোখের জল আটকে তিনি বলতে শুরু করেন, ‘আমার কাছে যথেষ্ট ভাষা নেই প্রশংসার। যেভাবে সিনেমায় ভারতের ছেলে মেয়েদের আবেগ তুলে ধরা হয়েছে তা এককথায় অসাধারণ। বাচ্চাগুলো যেভাবে কাজ করেছে তার যত প্রশংসা করো কম।’
উল্লেখ্য সিনেমা মুক্তির আগে এদিন টি সিরিজের পক্ষ থেকে আমির খানের জন্য ব্যাক্তিগত স্ক্রিনিংয়ের ব্যাবস্থা করা হয়েছিল। সমাজকর্মী বিজয় বারসের জীবনের উপর ভিত্তি করে তৈরি এই সিনেমায় মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। যিনি বস্তির বাচ্চাদের প্রেরণা দিয়েছিলেন ফুটবল টিম তৈরি করতে। সিনেমা শেষে ‘ঝুন্ড’-এর সমস্ত অভিনেতা অভিনেত্রীদের সাথে কথা বলার পাশাপাশি তাদের নিজের বাড়িতেও নিয়ে যান আমির।