• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘মিঠুনকে নিয়ে বলার যোগ্যতা আমার নেই’! ‘প্রজাপতি’ বিতর্কে দেবের পাশেই দাঁড়ালেন সায়নী ঘোষ

Published on:

Amid Projapoti controversy Saayoni Ghosh talks about Mithun Chakraborty as an actor

দেব-মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ (Projapoti) নিয়ে চর্চা থামার নামই নেই। সদ্যই মুক্তি পেয়েছে এই সিনেমা। আর তারপর থেকে চর্চার কেন্দ্রে চলে এসেছে এই ছবি। দেব (Dev)-মিঠুনের (Mithun Chakraborty) সিনেমা নন্দনে শো না পাওয়ার পর থেকেই ক্ষোভে ফেটে পড়েছে দর্শকদের একাংশ। অনেকের মত, বিনোদন জগতের সঙ্গে রাজনীতির যোগসূত্র তৈরি করা একেবারেই ঠিক নয়।

‘প্রজাপতি’ বিতর্কে ইতিমধ্যেই শাসক দল এবং বিরোধী দলের একাধিক ব্যক্তিত্বও নিজেদের মুখ খুলেছেন। বিরোধী দল অভিযোগ তুলেছে, মিঠুনের রাজনৈতিক পরিচিতির জন্যই তাঁর ছবিকে সরকারি প্রেক্ষাগৃহে স্থান দেওয়া হয়নি। এই অবস্থায় শাসক দলের মুখপাত্র কুণাল ঘোষের মন্তব্য আগুনে ঘি ঢালার কাজ করেছে।

Projapoti movie

‘মহাগুরু’কে ‘ফ্লপ অভিনেতা’ বলায় প্রকাশ্যে কুণালের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়েছেন দেব। ‘প্রজাপতি’ বিতর্ক থামা তো দূর, দিন দিন আরও বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পাল্টা কাদা ছোঁড়াছুড়ি। এবার এই বিষয়ে মুখ খুললেন তৃণমূল নেত্রী তথা অভিনেত্রী সায়নী ঘোষ (Saayoni Ghosh)।

যুব তৃণমূল সভাপতি সম্প্রতি দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতে দলের যুব সম্মেলনে গিয়েছিলেন। সেখানে গিয়েই সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন তিনি। তখনই ‘প্রজাপতি’ বিতর্কেও নিজের মতামত রাখেন সায়নী।

Saayoni Ghosh

টলি অভিনেত্রী সাফ বলেন, দেব এবং কুণাল ঘোষের মধ্যে যদি বিরোধ হয় তাহলে সেটা তাঁরা নিজেরাই মেটাবেন। কুণাল দলের মুখপাত্র, তিনি সবকিছু ভেবেচিন্তেই বলেন। অপরদিকে দেবও নিজের দায়িত্ব ভালো করে বোঝেন। এরপর মিঠুনের প্রসঙ্গে সায়নীকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মিঠুনদার সঙ্গে রাজনৈতিক মতপার্থক্য তাঁর থাকতেই পারে। কিন্তু অভিনেতা মিঠুন চক্রবর্তীকে নিয়ে কোনও মন্তব্য করার যোগ্যতা তাঁর এখনও হয়নি।

‘প্রজাপতি’ প্রসঙ্গে কুণাল ঘোষ বলেছিলেন, মিঠুন চক্রবর্তীকে সিনেমায় নেওয়া দেবের জন্য একটা আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে গিয়েছে। তবে অভিনেতা সেকথা মুখে বলতে পারছেন না। ‘মহাগুরু’ একজন ‘ফ্লপ অভিনেতা’। তাঁর জায়গায় পরাণ বন্দ্যোপাধ্যায়কে নিলে ভালো হতো। কুণালের এই মন্তব্যের প্রেক্ষিতে দেব সাফ বলেন, সিনেমায় নিয়ে ওনার সম্ভবত বিশেষ পড়াশোনা নেই। সিনেমাটা তাঁর ওপরে ছেড়ে দিলেই ভালো।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥