• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১০০০ কোটি পেরিয়েও অপ্রতিরোধ্য, পাঠান ২ রিলিজের দিনক্ষণ ঘোষণা করলেন শাহরুখ খান!

‘পাঠান’এর (Pathaan) হাত ধরে দীর্ঘ ৪ বছর পর বড়পর্দায় কামব্যাক করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এত বছর সিলভার স্ক্রিন থেকে দূরে থাকলেও দর্শকমহলে তাঁর জনপ্রিয়তা যে ছিটেফোঁটাও কমেনি তা দেখিয়ে দিয়েছেন ‘কিং খান’। ইতিমধ্যেই সারা বিশ্বে প্রায় ৯৯৬ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে ‘পাঠান’। ১০০০ কোটির গণ্ডি পেরনো এখন স্রেফ সময়ের অপেক্ষা। একদিনে দর্শকরা যখন ‘পাঠান’ জ্বরে কাবু, তখনই ‘পাঠান ২’ (Pathaan 2) নিয়ে বড় আপডেট দিলেন শাহরুখ নিজে।

‘পাঠান’ রিলিজের পর শাহরুখ, দীপিকা, জন এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ যখন সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তখনই তাঁদের ‘পাঠান ২’ নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল। তখন শাহরুখ এবং সিদ্ধার্থ দু’জনেই স্রেফ বলেছিলেন, ‘ইনশাআল্লাহ’। যা শোনার পর অনেকেই অনুমান করেছিলেন, শীঘ্রই হয়তো ছবিটি নিয়ে অফিশিয়াল ঘোষণা করা হবে। এবার সম্পূর্ণ বিষয়টি নিয়ে মুখ খুললেন পর্দার ‘পাঠান’ নিজেই।

   

Shah Rukh Khan on Pathaan 2

অনেকদিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছে, ‘পাঠান’এর স্টার কাস্ট নিয়েই তৈরি হবে ‘পাঠান ২’। সেই সঙ্গে যোগ দিতে পারেন বেশ কিছু নতুন অভিনেতা-অভিনেত্রী। তবে মূল কাস্টিং একই থাকবে। এবার শাহরুখ নিজে ছবিটির রিলিজ ডেট নিয়ে মুখ খুললেন।

সম্প্রতি ‘কিং খান’ টুইটারে একটি  ‘AskSRK’ সেশনের আয়োজন করেছিলেন। সেখানে একজন নেটাগরিক তাঁকে জিজ্ঞেস করেন, ‘আমার মনে হয় আমি সম্পূর্ণ দেশের তরফ থেকে জিজ্ঞেস করছি, ‘পাঠান ২’ কবে আসছে?’

Pathaan new poster, Shah Rukh Khan Pathaan look, Pathaan 2

অনুরাগীর প্রশ্নের জবাবে শাহরুখ সাফ বলেন, ‘শুধুমাত্র ‘পাঠান ২’ই নয়, আমার প্রত্যেকটি কাজের বিষয়ে আমি নিজে ঘোষণা করব এবং তোমাদের ব্যক্তিগতভাবে জানাব। আমার জন্য একটু অপেক্ষা করো, আমি সত্যিই বলব। কিন্তু এই ফাঁকে কোনও মিথ্যে বোকা বোকা গুজবে কান দিও না’।


উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে রিলিজ করেছে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘পাঠান’। যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অন্তর্গত ছবি এটি। ‘পাঠান’ ছাড়াও অবশ্য চলতি বছর ‘কিং খান’এর আরও দু’টি সিনেমা রিলিজ করবে। শাহরুখকে এরপর অ্যাটলি কুমারের ‘জওয়ান’ এবং রাজকুমার হিরানির ‘ডানকি’তে দেখা যাবে।