‘পাঠান’এর (Pathaan) রেশ কাটতে না কাটতেই দর্শকদের জন্য চলে এল ‘পাঠান ২’র (Pathaan 2) সুখবর! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। সম্প্রতি ব্লকবাস্টার এই ছবির সিক্যুয়েল প্রসঙ্গে মুখ খোলেন খোদ শাহরুখ খান (Shah Rukh Khan) এবং পরিচালক সিদ্ধার্থ আনন্দ (Siddharth Anand)। যা শোনার পর থেকে আর আনন্দ ধরছে না দর্শকদের। ফের একবার ‘পাঠান’ রূপে ‘কিং খান’কে পর্দায় দেখতে পাওয়ার খবর শুনেই উত্তেজনা তুঙ্গে উঠেছে তাঁদের।
গত ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী রিলিজ করেছে ‘পাঠান’। মুক্তির দিন থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। একের পর এক রেকর্ড ভেঙে চলেছে শাহরুখ-দীপিকা-জনের সিনেমা। শুধুমাত্র দেশেই নয়, বিদেশের বক্স অফিসেও বহাল ‘পাঠান রাজ’। মাত্র ৫ দিনের মধ্যে ৫০০ কোটি আয় করে ফেলেছে এই সিনেমা। ‘পাঠান’এর সাফল্যের মাঝেই সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় বসেছিলেন শাহরুখ, দীপিকা, জন এবং ছবির পরিচালক সিদ্ধার্থ।
একদিকে বক্স অফিসে রমরমিয়ে চলছে ‘পাঠান’। অপরদিকে এখন থেকেই দর্শকদের একাংশের মনে, সিক্যুয়েলের ভাবনা আসা শুরু হয়ে গিয়েছে। এই প্রসঙ্গে ছবির নির্মাতা এবং ‘পাঠান’এর কী মত? কোনও লুকোছাপা না করেই সংবাদমাধ্যম এবং অনুরাগীদের প্রশ্নের জবাব দেন দু’জনে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতার সময় সিদ্ধার্থ বলেন, ‘পাঠান এসেছে, হিট হয়েছে, এরপর কী বানাবেন?’ এই প্রশ্ন শোনা মাত্রই অনুরাগীরা চিৎকার করে বলেন, ‘পাঠান ২’। ‘হ্যাঁ’- ‘না’ বলে ‘পাঠান’ পরিচালক শুধু বলেন, ‘ইনশাআল্লাহ’।
এরপর শাহরুখকে ছবির সিক্যুয়েল প্রসঙ্গে জিজ্ঞেস করা হয়। ‘কিং খান’ বলেন, ‘এটা আমার এবং আমার পরিবারের জন্য অনেক বড় একটা দিন। অনেকদিন এই খুশি আমরা অনুভব করিনি। আমায় এবং আমার সহকর্মী, আমার বন্ধুদের যে সুযোগ দেওয়া হয়েছে আমি তাতে খুব খুশি। ইনশাআল্লাহ! উনি আমায় জখন ‘পাঠান ২’ করার কথা বলবেন, আমি আরও ভালোভাবে ফিরে আসব। চুলও একটু বড় করব। যদি ওনারা সিক্যুয়েল তৈরি করতে চান, তাহলে সেখানে কাজ করা আমার জন্য গর্বের বিষয় হবে’।
InshAllah whenever they want me to do #Pathaan 2 I try and be Bigger n Better – @iamsrk ?
Shah even revealed they call #SiddharthAnand ‘Lolly’ ? pic.twitter.com/s5Kuz5YWLm— ?Sharania Jhanvi??Pathaan (@SharaniaJ) January 30, 2023
সিদ্ধার্থ এবং শাহরুখের মুখ থেকে ‘পাঠান ২’র বিষয়ে কথা শুনে স্বাভাবিকভাবেই দর্শকদের মধ্যে এখন থেকেই ছবিটি ঘিরে উত্তেজনা তুঙ্গে উঠেছে। যদিও এখনই খোলসা করে বলতে নারাজ পরিচালক-অভিনেতা কেউই। এবার দেখা যাক, কবে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে ঘোষণা করেন তাঁরা।