কৃতি শ্যানন (Kriti Sanon) এমন একজন অভিনেত্রী যাকে নিয়ে সংবাদমাধ্যমে চর্চা লেগেই থাকে। কাজের থেকে বেশি অবশ্য নিজের ব্যক্তিগত জীবনের সৌজন্যে চর্চার কেন্দ্রে চলে আসেন এই বলি (Bollywood) নায়িকা। কয়েক সপ্তাহ আগেই শোনা গিয়েছিল, সাউথ সুপারস্টার প্রভাসের সঙ্গে মলদ্বীপে আংটি বদল করতে চলেছেন অভিনেত্রী। কিন্তু কৃতি নিজেই সেই খবর গুজব বলে উড়িয়ে দেন। অবশেষে এবার বাধ্য হয়েই নিজের প্রেমিকের (Boyfriend) পরিচয় ফাঁস করলেন তিনি।
গত কয়েকমাস ধরেই শোনা যাচ্ছে, ‘বাহুবলী’ অভিনেতা কৃতির সঙ্গে প্রভাসের প্রেম জমে উঠেছে। সেই প্রেম নাকি এতটাই গাঢ় হয়ে গিয়েছে যে ইতিমধ্যেই বিয়ে নিয়ে চিন্তাভাবনাও শুরু করে দিয়েছেন দু’জনে। কিন্তু সপ্তাহ খানেক আগে ‘ভেড়িয়া’ অভিনেত্রী নিজে জানান, প্রভাসের সঙ্গেই মোটেই সাত পাক ঘুরছেন না তিনি। এই খবরে বিন্দুমাত্র সত্যতা নেই।
প্রভাসের সঙ্গে বিয়ের গুঞ্জন খারিজ করার পর নেটিজেনদের একাংশ অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে কৃতির নাম জুড়তে শুরু করে দেন। দাবি করতে থাকেন, শুধু পর্দায় নয়, বাস্তব জীবনেও নাকি সম্পর্কে জড়িয়েছেন ‘শেহজাদা’ জুটি। একাধিক অভিনেতার সঙ্গে নাম জড়াচ্ছে দেখে অবশেষে নিজের প্রেমিকের নাম ফাঁস করে দেন কৃতি।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ‘আস্ক মি এনিথিং’ সেশনের আয়োজন করেছিলেন কৃতি। সেখানেই একজন নেটিজেন অভিনেত্রী জিজ্ঞেস করেন, ‘আপনার বয়ফ্রেন্ডের নাম কী?’ জবাবে ভিডিও পোস্ট করে কৃতি বলেন, ‘এটা একটা সিক্রেট…। এমনকি আমার জন্যেও’। একথা বলেই হাসতে শুরু করে দেন অভিনেত্রী।
কৃতির কথা শুনেই বেশ বোঝা যাচ্ছে, তিনি সিঙ্গেল। প্রভাসের মতোই কার্তিকের সঙ্গে তাঁর প্রেমের খবরেও যে কোনও সত্যতা নেই তা বুঝতে অসুবিধা হয়নি নেটিজেনদের। যদিও এখনও অনেকে দাবি করছেন, কৃতি সিঙ্গেল নন। বরং নিজের ব্যক্তিগত জীবন পর্দার আড়ালে রাখতেই একথা বলেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, প্রভাস-কৃতির সম্পর্কের গুঞ্জন শুরু হয়েছিল ‘আদিপুরুষ’ ছবির শ্যুটিংয়ের সময় থেকেই। শোনা গিয়েছিল, শ্যুটিং করতে গিয়েই নাকি কাছাকাছি এসেছিলেন দুই তারকা। এরপর ‘ভেড়িয়া’র প্রচারে বরুণ ধাওয়ানের একটি মন্তব্যের পর সেই জল্পনা আরও বেড়ে যায়। যদিও তখনও কৃতি সেই খবর স্বীকার করেননি। এখন ফের একবার নিজের উত্তরের মাধ্যমে বুঝিয়ে দিলেন, ‘বাহুবলী’ প্রভাসের সঙ্গে প্রেম করছেন না তিনি।