দীর্ঘ ২০ বছর ধরে দর্শকরা অপেক্ষা করছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ফের পর্দায় ফিরতে চলেছে তারা-সাকিনার প্রেমকাহিনী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। এখানে কথা হচ্ছে ব্লকবাস্টার ছবি ‘গদর’এর (Gadar)। এবার দুই দশক পর সেই ছবিরই সিক্যুয়েল তথা ‘গদর ২’ (Gadar 2) আসতে চলেছে।
২০ বছর আগে মুক্তপ্রাপ্ত সুপারহিট ‘গদর’ ছবিতে অভিনয় করেছিলেন সানি দেওল (Sunny Del), আমিশা পটেল (Amisha patel), অমরীশ পুরী-সহ বলিউডের একাধিক নামী তারকারা। ভারত-পাকিস্তান বিভাজনের প্রেক্ষাপটের ওপর ভিত্তি করে সিনেমাটি লেখা হয়েছিল। এই ছবির গল্পটি ছিল যেন রামায়ণের নির্যাস।
দর্শকদের মতে, তারা ছিলেন রাম এবং সাকিনা ছিলেন মা সীতা! শ্রীরাম যেমন রাবণের হাত থেকে মা সীতাকে উদ্ধার করতে লঙ্কা পাড়ি দিয়েছিলেন, তেমনই তারা অর্থাৎ সানি অভিনীত চরিত্রটি তাঁর স্ত্রী সাকিনা অর্থাৎ আমিশার চরিত্রটিকে উদ্ধার করতে ছুটে গিয়েছিলেন শত্রুপুরীতে।
‘গদর’ ছবির এই সিক্যুয়েলে তারা এবং সাকিনার কাহিনীকেই এগিয়ে নিয়ে যাওয়া হবে। বলিউডের ইতিহাসের অন্যতম সেরা এই ছবির সাফল্যের পিছনে পরিচালক অনিল শর্মার যে অনেক বড় ভূমিকা রয়েছে তা অস্বীকার করার কোনও উপায় নেই।
ছবির পরিচালক সিক্যুয়েল প্রসঙ্গে বলেন, ২০ বছর পরেও ছবির গল্প খুব প্রাসঙ্গিক। তবে এত বছর ধরে উপযুক্ত গল্পের সন্ধানে ছিলেন তিনি। খুঁজছিলেন এমন গল্প যা হবে বাস্তব এবং নাটকীয়তার যথার্থ মিশেল। সেই গল্প অনিল পেয়ে গিয়েছেন। আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।
তবে মুক্তির আগেই ‘গদর ২’এর ট্রেলার প্রকাশ্যে আসার পর আইনজীবী আদিল আহমেদ সুপ্রিম কোর্টে একটি মামলা করেছেন। তাঁর দাবি, এই ছবি নাকি মুসলিম ধর্মের ভাবাবেগে আঘাত করেছে। সেই কারণে ছবিটি ব্যান করে দেওয়া উচিত। এই খবর প্রকাশ্যে আসা মাত্রই চটে লাল হয়ে গিয়েছেন নেটিজেনরা।
একদিকে যখন বলিউডের একাধিক ছবি বয়কটের ডাকে উত্তাল সোশ্যাল মিডিয়া, তখনই সানি-আমিশার এই ছবির পাশে দাঁড়িয়ে একের পর এক পোস্ট করছেন নেটিজেনরা। দর্শকরা জানিয়ে দিয়েছেন, যথার্থ দেশভক্তিমূলক এই ছবি তাঁরা তো দেখবেনই, সঙ্গে আত্মীয় এবং বন্ধুদেরও নিয়ে যাবেন। এমনকি সানি-আমিশার ছবিকে সমর্থন করছেন মুসলিম ধর্মাবলম্বী মানুষেরাও। তাঁদের মতে, যারা সত্যিকারের দেশভক্ত তাঁদের ধর্মীয় বিভাজন ভুলে গিয়ে ছবিটি দেখা উচিত।