• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ব্যোমকেশ’ দেবের অজিত হচ্ছেন ‘পটকা’ অম্বরীশ! সত্যবতীর চরিত্রে থাকছেন এই বলিউড অভিনেত্রী

Published on:

Ambarish Bhattachrya as Ajit and Mouni Roy will be seen as Satyabati in Dev’s Byomkesh Durgo Rahasya

টলিউড সুপারস্টার দেব (Dev) যে শীঘ্রই ব্যোমকেশ (Byomkesh) রূপে হাজির হচ্ছেন তা অনেকেই জানেন। অভিনেতা নিজে এই সুখবরটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন। যদিও দেবের ব্যোমকেশ হওয়ার বিষয়টি অনেকে মেনে নিতে একটু কষ্ট হয়েছিল। টলি অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় যেমন সরাসরি কটাক্ষ করেছিলেন তাঁকে। এই নিয়ে প্রযোজক রানা সরকারের সঙ্গে কথা কাটাকাটিও হয়েছিল তাঁর।

তবে সেই বিতর্ক এখন অতীত। রাহুল এবং রানা- দু’জনেই ‘ব্যোমকেশ’ বিতর্কে ইতি টেনেছেন। এবার আবার দেবের ছবি নিয়ে দু’টি বিরাট আপডেট সামনে এসেছে। প্রকাশ্যে এসেছে দেবের ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’ (Byomkesh Durgo Rahasya) ছবির অজিত এবং সত্যবতীর নাম। খবর বলছে, দেবের ছবিতে অজিত (Ajit) রূপে দেখা যাবে বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির নামী অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যকে (Ambarish Bhattacharya)।

Byomkesh Durgo Rahasya, Dev and Ambarish Bhattacharya, Amrish Bhattacharya as Ajit

আইকনিক অজিতের চরিত্রে অম্বরীশকে নেওয়াটা যে বড় চমক তা নতুন করে বলার অপেক্ষা রাখে না। তবে এর থেকেও বড় চমক রয়েছে সত্যবতীর চরিত্রে। অনেকে ভেবেছিলেন, সত্যবতীর চরিত্রে হয়তো দেব-প্রেমিকা রুক্মিণী মৈত্রকে দেখা যাবে। কিন্তু এখন জানা গেল, বলিউডের এক নামী অভিনেত্রীকে দেখা যাবে টলি সুপারস্টারের বিপরীতে।

এখন নিশ্চয়ই ভাবছেন কোন বলি সুন্দরীকে দেখা যাবে দেবের বিপরীতে? শোনা যাচ্ছে, বি টাউনের নামী নায়িকা মৌনী রায়কে (Mouni Roy) দেখা যাবে সত্যবতীর (Satyabati) চরিত্রে। এখন ‘ডান্স বাংলা ডান্স’এর বিচারক হিসেবে দেখা যাচ্ছে এই বঙ্গ তনয়াকে। সেই জন্য কলকাতায় তাঁর আসা যাওয়া লেগে রয়েছে। জানা যাচ্ছে, নির্মাতা এবং মৌনীর মধ্যে পারিশ্রমিক সংক্রান্ত কিছু সময়সা রয়েছে। তা যদি মিটে যায় তাহলে সবকিছু ফাইনাল হয়ে যাবে।

Dev and Mouni Roy, Byomkesh Durgo Rahasya, Mouni Roy as Satyabati

একটি নামী সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, আগামী মে মাস থেকে দেবের ‘ব্যোমকেশ দুর্গ রহস্য’র ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিচালনা করবেন বিরসা দাশগুপ্ত। ছবি রিলিজের কথা রয়েছে স্বাধীনতা দিবসের সপ্তাহ অর্থাৎ ১৫ আগস্টের সপ্তাহে।

প্রসঙ্গত উল্লেখ্য, দেব এই মুহূর্তে ছুটির মেজাজে রয়েছেন। অভিনেতা মলদ্বীপে ঘুরতে গিয়েছেন। সঙ্গে রয়েছেন প্রেমিকা তথা অভিনেত্রী রুক্মিণী। নীল জলরাশিকে সামনে রেখে একের পর এক ছবি শেয়ার করছেন দু’জনে। একসঙ্গে অবশ্য নয়, বরং একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি শেয়ার করছেন তাঁরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥