• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেতিবাচক মন্তব্য আসার অর্থ দর্শকদের কাছে চরিত্রগুলো জীবন্ত! নেটিজেনদের কটাক্ষের উত্তর পটকার

বাংলা বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় মুখ হলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। ছোট পর্দা থেকে বড়পর্দা সর্বত্রই অবাধ বিচরণ তাঁর। বর্তমানে স্টার জলসার জনপ্রিয় সিরিয়াল ‘খড়কুটো’য় (Khorkuto) পটকা চরিত্রে অভিনয় করছেন তিনি। এই চরিত্র দর্শকমহলে তাঁকে এক বিরাট পরিচিতি এনে দিয়েছে। পটকা (Potka) চরিত্রে অম্বরীশের অভিনয় দর্শকদের কাছে অক্সিজেনের মতো।

রাজা-গজা থেকে পটকা, বাংলার দর্শকদের মুখে হাসি ফোটানোরর রসদ তিনি। আট থেকে আশি সকলের কাছেই খুব প্রিয় মানুষ পটকা। তাঁর অভিনয় দেখে প্রাণ খুলে হাসতে পারেন সকলেই। তাই ইন্ডাস্ট্রিতে তাঁকে হাসির রাজা বলা হয়। ছোট ও বড় পর্দা মিলিয়ে প্রচুর কাজ করেছেন। তাই প্রায় সারাবছরই ব্যস্ত থাকেন তিনি। জানা গেছে খড়কুটো সিরিয়ালের দৌলতে অম্বরীশের জীবনে মাসের ৩০ দিনই থাকে ‘পটকা’র দখলে।

   

Ambarish Bhattacharya

সিরিয়ালে অভিনয় করতে গিয়ে দিনের বেশীরভাগ সময়টাই সেটে কাটিয়ে দেন অভিনেতারা। তাই দেখতে দেখতে কখন যেন সিরিয়ালের অনস্ক্রিন পরিবারের সদস্যরাই বাস্তব জীবনেও তাঁদের পরিবারের অংশ হয়ে ওঠে। মুখার্জি পরিবারের অনস্ক্রিন বন্ডিং সম্পর্কে অম্বরীশ জানিয়েছেন ‘সিরিয়ালে প্রত্যেক দিন যখন শুটিং হয়, তখন ইচ্ছে থাক বা না থাক বন্ধুত্ব তৈরি হয়েই যায়। বাড়ির লোকের তুলনায় সহকর্মীদের সঙ্গে বেশি সময় কাটাই আমরা। দীর্ঘ সময় বসে থাকার ব্যাপার থাকে অভিনয় জগতে। ফলে সবাই আত্মীয়র মতোই হয়ে যায়।’

Ambarish Bhattacharya,অম্বরীশ ভট্টাচার্য,Patka,পটকা,Khorkuto,খড়কুটো,No Acting,নো অ্যাক্টিং,Netizen,নেটিজেন

দর্শকমহলে খড়কুটো সিরিয়ালের অন্যতম প্রিয় চরিত্র হল পটকা। তাই সিরিয়ালে তাঁকে একদিন দেখতে না পেলেই গোঁসা হয় নেটিজেনদের। সম্প্রতি অনুরাগীদের জন্য পটকা চরিত্রে অভিনয় করার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে অম্বরীশ জানিয়েছেন ‘আমার একটা সহজাত প্রবণতা ছিল প্রায় নো অ্যাক্টিং করা। পটকা চরিত্রটি ডাউন টু আর্থ, হ্যাপি গো লাইক মানুষ। ফলে নো অ্যাক্টিং প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি আমি।’

Ambarish Bhattacharya,অম্বরীশ ভট্টাচার্য,Patka,পটকা,Khorkuto,খড়কুটো,No Acting,নো অ্যাক্টিং,Netizen,নেটিজেন

সেইসাথে সিরিয়ালের চিত্রনাট্যকার লীনা গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে তিনি জানান ‘অভিনেতাকে মাথায় রেখেই স্ক্রিপ্ট ডেভলপ করেন লীনাদি। অন্তত আমি কাজ করতে গিয়ে এই সুবিধে পেয়েছি।’ অম্বরীশের মতে এই কারণেই অভিনেতারা চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে যান। উল্লেখ্য খড়কুটো সিরিয়াল নিয়ে নেটিজেনরা ইতিবাচক মন্তব্যের পাশাপাশি নেতিবাচক মন্তব্যও করেন। এপ্রসঙ্গে অম্বরীশ জানান ‘নেতিবাচক মন্তব্য এলেও বুঝতে হবে, সবাই সিরিয়ালের চরিত্রগুলিকে সত্যি ভাবেন।’

site