বাংলা বিনোদন দুনিয়ার (Tollywood) অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। গত এক দশকেরও বেশি সময় ধরে দর্শকদের মনে রাজত্ব করছেন তিনি। সিনেমা (Cinema) থেকে শুরু করে সিরিয়াল (Television serial)- সর্বত্র অবাধ বিচরণ তাঁর। বহু জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করেছেন অম্বরীশ। ‘রাজা গজা’ থেকে শুরু করে ‘খড়কুটো’ হয়ে ‘গুড্ডি’, ‘বালিঝড়’- বহু জনপ্রিয় সিরিয়ালে তাঁকে দেখেছেন দর্শকরা।
তবে গত কয়েকদিন ধরে শ্যুটিং (Shooting) বন্ধ রেখেছেন দর্শকদের প্রিয় ‘পটকা’। জানা গিয়েছে, অম্বরীশ নাকি প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থতার (Unwell) কারণে শ্যুটিং করতে পারছেন না তিনি। সেই সঙ্গেই তাঁর বেশ কিছু স্টেজ শো’ও বাতিল হয়েছে। সদাহাস্যময়, প্রতিভাবান এই অভিনেতার অসুস্থতার খবর পেয়ে চিন্তায় পড়েছে তাঁর অনুরাগীরা।
হিন্দুস্থান টাইমস বাংলায় প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা গিয়েছে, শরীর ভালো নয় তাই এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন অম্বরীশ। সংশ্লিষ্ট প্রতিবেদন থেকে জানা গিয়েছে, প্রচণ্ড জ্বর (Fever) এসেছে অভিনেতার। সেই সঙ্গে সারা শরীরে রয়েছে অসহ্য যন্ত্রণা। জ্বর প্রচণ্ড বেশি হওয়ার কারণে অম্বরীশের শরীরও প্রচণ্ড দুর্বল হয়ে গিয়েছে।
শারীরিক অসুস্থতার কারণে শ্যুটিং করতে পারছেন না অম্বরীশ। জানা গিয়েছে, চিকিৎসক তাঁকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। সেই জন্য ‘খড়কুটো’র পটকা এখন বাড়িতেই বিশ্রাম নিচ্ছেন। অনুরাগীরা আশা করবেন শীঘ্রই সুস্থ হয়ে শ্যুটিং সেটে ফিরবেন তিনি।
অম্বরীশ এমন একজন অভিনেতা যিনি খুব বেছে চরিত্র নির্বাচন করেন। সেই জন্যই তাঁর অভিনীত প্রত্যেকটি চরিত্রই দর্শকমনে থেকে গিয়েছে, সময়ের সঙ্গে মুছে যায়নি। ‘খড়কুটো’র পটকা থেকে শুরু করে ‘গুড্ডি’র দোদুল হয়ে ‘বালিঝড়’এর ছোটকা- অম্বরীশ অভিনীত প্রত্যেকটি চরিত্রই দর্শকমহলে ব্যাপক জনপ্রিয়। সেই জন্যই তাঁর অসুস্থতার খবর পেয়ে মন খারাপ হয়ে গিয়েছে অনুরাগীদের।
পার্শ্বচরিত্রে অভিনয় করেও যে দর্শকদের নয়নের মণি হয়ে ওঠা যায় তা প্রমাণ করে দেখিয়েছেন অম্বরীশ। মাঝেমধ্যে তাঁর চরিত্রগুলি প্রধান চরিত্রদেরও ছাপিয়ে গিয়েছে। দর্শকদের আপাতত একটাই প্রার্থনা, দ্রুত সুস্থ হয়ে ফের শ্যুটিং সেটে ফিরে আসুক ‘পটকা’।