• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অভিনয় বাদে অমিতাভ বচ্চন এক বুড়ো মানুষ! বিগ বির জন্মদিনে বার্তা পটকা অভিনেতা অম্বরিশের

Published on:

অম্বরীশ ভট্টাচার্য,অমিতাভ বচ্চন,জন্মদিন,বিগ বি,Ambarish Bhattacharya,Big B,Amitabh Bacchan,Bollywood,Amitabh Bacchan Birthday

বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন (amitabh bacchan)। দশকের পর দশক ধরে নিজের দুর্দান্ত অভিনয়ের মধ্যে দিয়ে দর্শকদের মুগ্ধ করে রেখেছেন অভিনেতা। একজীবনেই শতাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। গতকাল ১১ই অক্টবর ছিল অমিতাভ বচ্চনের জন্মদিন। এদিন ৭৯ বছরে পা দিলেন অভিনেতা। প্রিয় অভিনেতাকে শুভেচ্ছা জানাতে সোশ্যাল মিডিয়াতে রীতিমত ঝড় উঠেছিল।

হাজারো শুভেচ্ছার ভিড়ে এদিন প্রিয় অভিনেতাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অভিনেতা অম্বরীশ ভট্টাচার্য (ambarish bhattacharya)। বর্তমানে খড়কুটো সিরিয়ালে পটকা চরিত্রে অভিনয় করছেন অম্বরিশ। এদিন অমিতাভ বচ্চনের সাথে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেছেন অভিনেতা। ২০১৮ সালে একবার বিগ বি এর সাথে বিজ্ঞাপনের শুটিংয়ের সৌভাগ্য হয়েছিল তাঁর।

অম্বরীশ ভট্টাচার্য,অমিতাভ বচ্চন,জন্মদিন,বিগ বি,Ambarish Bhattacharya,Big B,Amitabh Bacchan,Bollywood,Amitabh Bacchan Birthday

এত বড় মাপের একজন অভিনেতার সাথে অভিনয় করতে হবে। ভেবেই চাপে পড়ে গিয়েছিলেন অম্বরিশ। তবে মিনিট ১৫ এর শুটিংয়ের শেষ সেই ভয় কেটে গিয়েছিল। সেই থেকেই পরিচয় রয়ে গিয়েছে। প্রতিবছর জন্মদিনে শুভেচ্ছা বার্তা পাঠান মোবাইলে। এবছরেও পাঠিয়েছিলেন, যার উত্তরও দিয়েছেন স্বয়ং অমিতাভ বচ্চন।

 

অম্বরীশ আরো জানিয়েছেন, পর্দায় গম্ভীর আর দৃঢ় মনে হলেও আদতে কিন্তু জ্যাঠা বা দাদুর মত স্বভাবের এ অমিতাভ বচ্চন। লম্বা চওড়া ব্যক্তিত্ব, ক্যামেরার বাইরে তাকে দেখলে বোঝা যায় দীর্ঘ চেহারা যেন ঝুকে পড়ছে মনে হয়। অনলাইনে সময় কাটাতেও বেশ ভালোবাসেন বিগ বি। কাজের ফাঁকে সময় পেলেই টেবিলে বসে পড়েন সোশ্যাল মিডিয়াতে। যে কারণে নেটপাড়ায় বেশ সক্রিয় থাকতে দেখা যায় তাকে।

এছাড়াও জানিয়েছেন শরীরের বিষয়ে বেশ সচেতন তিনি। নিজেকে ফিট রাখতে খাবার খান খুবই সীমিত। সকাল ১১টায় সেটে হাজির হয়ে ৬-৭ ঘন্টা কাজ করে দিব্যি। মাঝে কোনো খাবার নয় বরং প্রোটিন জাতীয় পানীয় খান শুধু। পরিচালক বিশ্রাম নিতে বললে একপ্রকার রেগেই বলেন, ‘কিসের জন্য বিশ্রাম!’ শুটিংয়ে অমিতাভ বচ্চন খাননি দেখে বাকিরাও দুপুরের খাবার একপ্রকার ভুলেই গিয়েছিল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥