• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

অনেক হল আর নয়, অভিনয় থেকে অবসর নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিয়ে নিলেন ‘পটকা’ অম্বরীশ ভট্টাচার্য!

Published on:

Ambarish Bhatacharya talks about his carrier and says wanted to retire from acting

বাংলা বিনোদন ইন্ডাস্ট্রির (Tollywood) এক অত্যন্ত জনপ্রিয় অভিনেতা (Actor) হলেন অম্বরীশ ভট্টাচার্য (Ambarish Bhattacharya)। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল- সব মাধ্যমেই অবাধ বিচরণ তাঁর। প্রায় ১৭ বছর এই ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন তিনি। আদায় করেছেন দর্শকদের অগাধ ভালোবাসা। তিনি যে কত স্মরণীয় সিরিয়াল, সিনেমায় অভিনয় করেছেন তা সত্যিই গুনে শেষ করা যাবে না।

অম্বরীশ এমন একজন অভিনেতা যার অভিনীত বহু চরিত্র এখনও দর্শকমনে গেঁথে রয়েছে। তা সে ‘রাজা গজা’র গজা চরিত্রটি হোক কিংবা ‘খড়কুটো’র পটকা। অম্বরীশ মানেই বাংলার দর্শকদের অত্যন্ত পছন্দের এক অভিনেতা। সম্প্রতি বাংলা বিনোদন দুনিয়ার এই নামী অভিনেতাই টলি ফোকাস কলকাতা নামের একটি ইউটিউব চ্যানেলের কাছে সাক্ষাৎকার (Interview) দিয়েছেন। সেখানেই নিজের অভিনয় জীবন নিয়ে নানান কথা বলেন তিনি।

Ambarish Bhattacharya, Ambarish Bhattacharya interview, Ambarish Bhattacharya retirement

অভিনয় জীবনের শুরু থেকে ভবিষ্যৎ পরিকল্পনা- সাক্ষাৎকারে সব কিছু নিয়েই মুখ খোলেন অম্বরীশ। অভিনেতা জানান, তাঁর কেরিয়ার শুরু হয়েছিল থিয়েটারের হাত ধরে। প্রচুর ছোট, বড় নাট্যদলে কাজ করেছেন তিনি। তবে চিরকাল নিজের শর্তে কাজ করেছেন পর্দার পটকা। তাঁর কথায়, অনেকটা ‘বোহেমিয়ান’ জীবনযাপন করেছেন তিনি।

অম্বরীশ এমন একজন অভিনেতা যিনি বিয়ে করে সংসার ধর্ম পালন না করে অভিনয়কে আগলেই বেঁচে আছেন। স্নাতকস্তরের পড়াশোনা সম্পূর্ণ করার পর কখনও চাকরি নিয়ে মাথা ঘামাননি তিনি। এমনকি তাঁর বাড়ি থেকেও নাকি এই বিষয়ে কোনও জোরাজুরি করা হয়নি। তখন থেকেই নাটক এবং থিয়েটারে কাজ করে চলছেন অম্বরীশ। অভিনেতা জানান, তাঁর এক নাটক দেখেই গায়ক তথা প্রযোজক ইন্দ্রনীল সেন ‘রাজা গজা’র গজা চরিত্রটির জন্য তাঁকে কাস্ট করেছিলেন।

Raja Goja, Ambarish Bhattacharya, Ambarish Bhattacharya interview

এরপর টেলিভিশনের পর্দায় আত্মপ্রকাশ হয় অম্বরীশের। তিনি বলেন, এমন অনেক অভিনেতা-অভিনেত্রীদের তিনি দেখেছেন যারা হয়তো তাঁর চেয়ে বেশি প্রতিভাবান কিন্তু সেভাবে কাজ পেলেন না। তবে তাঁদের থেকে কম প্রতিভা থাকা সত্ত্বেও তিনি যে কাজ করে চলেছেন, সেটাই তাঁর কাছে অনেক বড় পাওনা বলে জানান অভিনেতা।

তবে আজ এত সফল অভিনেতা হলেও অম্বরীশ কিন্তু নিজের পুরনো জীবন বেশ মিস করেন। যখন তিনি নাটকের দলে কাজ করতেন, নানান জায়গায় ঘুরে বেড়াতেন, মানুষ দেখতেন- সেই সময়ের কথা খুব মনে পড়ে। অভিনেতার কথায়, তিনি মানুষ দেখতে খুব ভালোবাসেন। তাঁদের দেখেই অনেক কিছু শিখেছেন। পর্দার পটকা বলেন, তিনি নিজের জীবনে বহু অদ্ভুত মানুষদের দেখেছেন। আর সেই চরিত্রগুলিকেই তিনি পর্দায় নিজের চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলেন।

অম্বরীশ জানান, দীর্ঘ ১৭ বছর ধরে তিনি অভিনয় নিয়ে এতখানি ব্যস্ত হয়ে পড়েছেন যে মানুষ দেখা কমে গিয়েছে। সেই জন্যই তিনি এই একঘেয়েমি থেকে বেরিয়ে ফের নিজের আগের জীবনে ফিরে যেতে চান। অভিনেতা বলেন, তাঁর মনে হয় তিনি ইন্ডাস্ট্রিতে ‘ওভারইউজড’। তাই যখন তিনি দর্শকদের আসনে নিজেকে বসিয়ে দেখেছেন, তখন আর ভালোলাগে না। আর সেই কারণেই তিনি ফের মানুষের খোঁজে বেরিয়ে পড়তে চান।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥