সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই অবসর সময়ে পছন্দের সিরিয়াল দেখতে ভালোবাসেন কমবেশি সকলেই। আর এই মুহূর্তে বাংলা সিরিয়াল প্রেমীদের কাছে বিপুল জনপ্রিয় এমনই একটি সিরিয়াল হল ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Poth Jodi Na Sesh Hoi)। দর্শকদের চাহিদা পূরণের কথা মাথায় রেখে প্রতি সপ্তাহেই এই সিরিয়ালে থাকছে নিত্যনতুন চমক।
একেবারে সাধারণ বাঙালি মধ্যবিত্ত পরিবারের জীবনযাত্রার আঙ্গিকে তৈরি হয়েছে এই সিরিয়াল।অত্যন্ত সুন্দর ভাবে বিনোদনের মোড়কে বাস্তব জীবনের নানান দিক ফুটিয়ে তোলা হয়েছে এই সিরিয়ালে। সেই কারণেই সিরিয়ালের চরিত্রদের সাথে অনায়াসেই নিজেদের একাত্ম করতে পারেন দর্শকরা। এই ধারাবাহিকে নায়িকা উর্মির চরিত্রে রয়েছেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra) এবং নায়ক সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জী (Writwik Mukherjee)।
আর সরকার বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকেই দেখা যায় বাড়ির প্রত্যেক সদস্যদের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছে ঊর্মি। বড় লোক বাড়ির মেয়ে হয়ে কোনও অহংকার নেই তার। সকলের বিপদেই একেবারে ঝাঁপিয়ে পড়ে সে। সবাইকে সবসময় একেবারে নিজের মতো করে আগলে রাখে সকলের প্রিয় উর্মি।
কদিন আগেই বাড়ির সকলের সামনে রিনির সত্যিকারের মুখোশটা একেবারে টেনে খুলে দিয়েছিল উর্মি। সেই পর্ব মিটতেই সিরিয়ালে এসেছে নতুন টুইস্ট। যার জন্য ক্যামেরা পেছন থেকে এবার একেবারে সামনে এসে দাঁড়িয়েছেন স্বয়ং পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। ইতিমধ্যেই সিরিয়ালে তাকে রাজা চৌধুরী নামে এক ডিরেক্টরের চরিত্রে দেখা গিয়েছে।
তারই টিমের একজন সদস্য হলেন সুনয়ন। যিনি কিনা কাজ পাইয়ে দেওয়ার নাম করে পরিচালক মহাশয়ের চোখের আড়ালে অনেকের কাছ থেকেই বেশী বেশী টাকা নেয় সে। তেমনই উর্মির ছোটকার কাছ থেকেও টাকা নিয়েছিলেন তিনি। অথচ কাজ দেওয়ার সময় টাকা নেওয়ার কথাটা বেমালুম চেপে যায় সে। তাই সত্যি টা সামনে আনতে মুমু দিদিকে নকল অভিনেত্রী সাজিয়ে টাকার টোপ দিতে স্টুডিও চলে যায় উর্মি।
View this post on Instagram