• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

উর্মি সত্যকির জীবনে আসছে নতুন সদস্য! প্রকাশ্যে এল সিরিয়ালের নতুন প্রমো 

বিগত কয়েকদিন ধরেই ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ (Amader Ei Poth Jodi Na Sesh Hoi) সিরিয়ালে চলছে দুঃখের মরশুম। সময় কাকার কথা শুনে কাউকে কিছু না জানিয়ে বাবার ব্যাপারে অজানা সত্যি জানতে একাই চলে গিয়েছিল উর্মি (Urmi) কিন্তু সময় কাকার সবটাই ছিল প্ল্যানিং। তাই আগে থেকে ফিট করে রাখা গুন্ডারা  বেধড়ক মারতে শুরু করে ঊর্মিকে তখনই সেখানে তাকে বাঁচাতে পৌঁছে যায় সাত্যকি (Satyaki)।

এর পর সাত্যকিকে দেখেও বেধড়ক মারা শুরু করে গুন্ডারা। এভাবে মারতে মারতে দুজনকে আধমরা করে রেখে দেয় তারা।এরপর দেখা যায় কোন মতে অনেক কষ্টে সাত্যকিকে ঘর থেকে বাইরে নিয়ে আসে উর্মি। এরপর হাসপাতালে তাদের দুজনকে ভর্তি করা হলে উর্মি সুস্থ হয়ে গেলেও কোমায় চলে যায় সাত্যকি। তাই টুকাইবাবু আর কোনদিন স্বাভাবিক হতে পারবে না এ কথা শোনার পর মানসিক ভারসাম্য হারিয়ে পাগলের মতো আচরণ করতে থাকে উর্মি।

   

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,নতুন প্রমো,New Promo

সিরিয়ালের এই এপিসোডে অভিনেত্রী অন্বেষা হাজরার অভিনয় দেখে প্রশংসার পঞ্চমুখ হয়েছেন দর্শক। সিরিয়ালের নায়ক-নায়িকার এমন করুণ পরিণতি দেখে দর্শকরা যখন বুঝতে পারছিলেন না আগামীদিনে কি হতে চলেছে এই সিরিয়ালে তখনই প্রকাশ্যে এল সিরিয়ালের একটি সম্পূর্ণ নতুন প্রমো (New Promo)। যা দেখে বোঝাই যাচ্ছে বেশ কয়েক বছরের লিপ নিতে চলেছে এই সিরিয়াল।

আমাদের এই পথ যদি না শেষ হয়,Amader Ei Poth Jodi Na Sesh Hoi,উর্মি,Urmi,সাত্যকি,Satyaki,নতুন প্রমো,New Promo

সেইসাথে আসতে চলেছে নতুন টুইস্ট। প্রকাশ্যে আসা প্রোমো ভিডিওতে দেখা যাচ্ছে সাত্যকি আর আগের মত চলাফেরা করতে না পারলেও স্ট্রেচারের সাহায্যে হাঁটছে সে। তবে আগের সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক হয়ে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।  উর্মিও সেই আগের মতই হাসি খুশি চঞ্চল। এখন সে ট্যাক্সিতে করে স্কুলের ছেলেমেয়েদের নিয়ে তাদের স্কুলে পৌঁছে দেওয়ার কাজ করে।

তার সাথে সঙ্গ দেয় সাত্যকি। এই ভিডিওতে তারই ঝলক দেখা গিয়েছে। ভিডিওর একটি অংশে দেখা যাচ্ছে ঊর্মিকে একটা বাচ্চা এসে বলছে তার জন্য একটা সারপ্রাইজ আছে। তারপরেই দেখা যায় স্কুলের অনুষ্ঠানে সবার সামনে একটা বাচ্চা উর্মীর মতন পোশাক পড়েই বলে ওঠে ‘আমি বড় হয়ে উর্মি আন্টির মতোই ট্যাক্সি ড্রাইভার হয়ে সবার কাছে পৌঁছে যেতে চাই’। এরপর দেখা ওই অনুষ্ঠানে উপস্থিত একজন অ্যাব ক্যাব সংস্থার মালিক তার সাথে ব্যাবসা করার অফার দিয়ে উর্মিকে অ্যাডভান্স হিসাবে এক কোটি টাকার চেক তুলে দিচ্ছেন। আর এইভাবেই আবার নতুন করে পথচলা শুরু হচ্ছে উর্মি সত্যকির।

site