• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আলতা ফড়িংয়ের যমজ বোন ঘাস ফড়িং! গাঁজাখুরি গল্প দেখে বিরক্ত দর্শক

স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় একটি বাংলা সিরিয়াল (Bengali Serial) ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। শুরু থেকেই বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত একটি ধারাবাহিক এটি। এই ধারাবাহিকে প্রথম থেকেই ফড়িং অভিনেত্রী খেয়ালি মন্ডলের (Kheyali Mondal) বিপরীতে নায়ক ব্যাংক বাবুর (Bank Babu) চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা অর্ণব ব্যানার্জি (Arnab Banerjee)।

কিন্তু কিছুদিন আগেই সম্পর্কের সমস্ত সমীকরণ ওলট পালট করে দিয়ে এই ব্যাঙ্ক বাবুই নায়ক থেকে আচমকা  খলনায়কে পরিণত হয়। এবং ফড়িংয়ের জীবনে নতুন করে এন্ট্রি হয় অর্জুনের। সেই থেকেই দেখা যাচ্ছে ফড়িং এর জীবনে ব্যাংক বাবু এখন অতীত এখন অর্জুনই  তার সব। এখন অর্জুন আর তার সন্তানকে নিয়েই ভরা সংসার ফড়িংয়ের।

   

Alta Phoring slot change for upcoming new serial Meyebela

এমনিতেই সিরিয়ালের নায়ককে খলনায়ক করে দিয়ে ইতিপূর্বে নেটিজেনদের কম ট্রলের  মুখে পড়েননি এই সিরিয়ালের নির্মাতারা। আর এবার আরও একটি বিষয়কে কেন্দ্র করে নেটিজেনদের চরম খিল্লির মুখে পড়েছেন এই সিরিয়ালের নায়িকা।

প্রসঙ্গত বাংলা সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয় একেবারেই। মাঝে মধ্যেই এমন সব গল্প দেখানো হয় যার কোনো আগা মাথা খুঁজে পাওয়া যায় না। বলতে গেলে মূল গল্পের সাথে মিল থাকে না কোনো।তেমনই এবার দেখা যাচ্ছে আলতা ফড়িং সিরিয়ালে হঠাৎ করেই এন্ট্রি হয়েছে ফড়িংয়ের এক হারিয়ে যাওয়া যমজ বোনের।

স্টার জলসা,Star Jalsha,বাংলা সিরিয়াল,Bengali Serial,আলতা ফড়িং,Alta Phoring,খেয়ালি মন্ডল,Kheyali Mondal,অর্ণব ব্যানার্জি,Arnab Banerjee,অর্জুন,Arjun,যমজ বোন,Twins Sister

যার নাম জনি। এখনও পর্যন্ত যতদূর জানা আছে এই জনি হল রাধারানীর আরেক মেয়ে। জানা যাচ্ছে সন্তান প্রসবের সময় রাধারানী দু’জন যমজ কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন। কিন্তু ধাইমা সেইসময় আর এক মেয়েকে সরিয়ে রেখে তাঁকে তুলে দিয়েছিলেন এক সন্তানহারা মায়ের কোলে। সেই মেয়েই এখন বড় হয়ে চোর হয়েছে। তার নামের সাথে ট্যাগ লাইন দেওয়া হয়েছে ‘জনি মেরা নাম, চোরি মেরা কাম’।

ফড়িংয়ের এই নতুন যমজ বোনের লুকে দেখা যাচ্ছে খেয়ালীর মাথার দুপাশে টেনে দুটো বিনুনি আর চোখে বড় সানগ্লাস আর সেইসাথে গায়ে রয়েছে কালো জ্যাকেট। ফড়িংয়ের যমজ বোনের চরিত্রে খেয়ালীর এই নতুন লুক দেখে হেসেই গড়াচ্ছেন নেটিজেনদের একাংশ।

site