• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

আসছে নীল-তিয়াসার বাংলা মিডিয়াম! নতুনকে জায়গা দিতে কপাল পুড়ছে এই সিরিয়ালের

Published on:

Alta Phoring time may change for upcoming new serial

দর্শকমহলে দিনে দিনে বেড়েই চলেছে বাংলা সিরিয়ালের (Bengali Serial) চাহিদা। সিরিয়ালপ্রেমী দর্শকদের  পছন্দের তালিকায় থাকা এমনই একটি সিরিয়াল হল স্টার জলসার আলতা ফড়িং (Alta Phoring)। অল্পদিনের মধ্যেই দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই সিরিয়াল। বেশ কিছুদিন ধরেই সিরিয়ালপ্রেমী দর্শকদের মধ্যে চর্চায় রয়েছে এই এই ধারাবাহিক।

অল্প কয়েকদিনের মধ্যেই এই ধারাবাহিকের এসেছে বিরাট টুইস্ট। ব্যাংক বাবু অভ্রের নতুন লুকের সাথে সাথেই ধারাবাহিকে এসেছে এক নতুন নায়ক অর্জুন। এই চরিত্রে অভিনয় করছেন গঙ্গারাম খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু (Abhishek Bose)। বেশ কিছুদিন ধরেই এই টিআরপি তালিকায় পিছিয়ে পড়েছেন এই সিরিয়াল। একনাগাড়ে বেশ কয়েকদিন স্লট হারিয়েছে আলতা ফড়িং।

Alta Phoring, Arnab

যার ফলে নতুন কোপ  এসে পড়তে চলেছে পুরনো সিরিয়ালের ওপর। এরই মধ্যে জানা গিয়েছে স্টার জলসার পর্দায় আসতে চলেছে নতুন সিরিয়াল ‘বাংলা মিডিয়াম’ (Bangla Medium)। এই ধারাবাহিকের হাত ধরে নতুন করে কামব্যাক (Comeback) করছেন জনপ্রিয় জুটি নীল ভট্টাচার্য এবং তিয়াসা লেপচা। জি বাংলার পর স্টার জলসার নতুন সিরিয়ালে তাদের দেখার জন্য বেশ উচ্ছসিত দর্শকদের একাংশ।

বাংলা সিরিয়াল,Bengali Serial,আলতা ফড়িং,Alta Phoring,সময় পরিবর্তন,Time Change,বাংলা মিডিয়াম,Bangla Medium

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই সিরিয়ালের প্রোমো। তবে এখনও পর্যন্ত জানা যায়নি ধারাবাহিকের সম্প্রচারের সময়। এমনিতেই নতুন সিরিয়াল আসা মানেই বিদায়ের ঘন্টা বাজে পুরনো সিরিয়ালের। এক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না।  তবে বাংলা মিডিয়াম আসায় কোন সিরিয়াল শেষ হতে চলেছে তা এখনই বলা মুশকিল।

New Bengali Serial Bangla Medium

তবে আলতা ফড়িং সিরিয়ালের দর্শকদের চিন্তার কারণ নেই। কারণ নতুন সিরিয়াল আসায় এখনই শেষ হচ্ছে না এই ধারাবাহিক। তবে পরিবর্তন আনা হতে পারে সিরিয়ল সম্প্রচারের সময়ে।  টেলিপাড়া সূত্রে খবর আগামী দিনে টেলিভিশনের পর্দায় রাত্রের দিকে সম্প্রচারিত হতে পারে এই ধারাবাহিক। তবে বিষয়টি একেবারেই ভালো চোখে দেখছেন না আলতা ফড়িং সিরিয়ালের ভক্তরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥