টিভির পর্দায় এখন নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তাই স্বাভাবিকভাবেই নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হচ্ছে একঝাঁক পুরনো সিরিয়ালকে। কারও বয়স ৭ মাস তো কারও মাত্র ৩ মাস। নতুন সিরিয়ালের কোপে এই অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে একঝাঁক সিরিয়াল।
নতুনের ভীড়ে টিকে থাকার লড়াইয়ে প্রতিযোগিতাটাও স্বাভাবিকভাবেই আরওই বেশি। চলতি মাসেই আসছে স্টার জলসার আরও নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’। যারফলে মাত্র ৭ মাসেই শেষ হয়ে যাচ্ছে জনপ্রিয় সিরিয়াল ‘সাহেবের চিঠি’। বাংলা সিরিয়ালের দুই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী প্রতীক সেন এবং দেবচন্দ্রিমা সিংহরায় অভিনীত এই সিরিয়াল অল্পদিনেই বেশ সাফল্য পেয়েছিল।
কিন্তু শুরু থেকেই টি আর পি-তে সেভাবে ছাপ ফেলতে পারেনি এই সিরিয়াল। তাই সিরিয়ালের গল্প অহেতুক ইলাস্টিকের মতো না টেনে এবার বন্ধ করে দেওয়া হচ্ছে এই সিরিয়াল। তবে শুধু সাহেবের চিঠি নয় সিরিয়াল প্রেমীদের জন্য রয়েছে আরও একটি খারাপ খবর। প্রসঙ্গত ইতিমধ্যেই জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ ২৩ জানুয়ারি থেকে সন্ধ্যা সাড়ে সাতটার স্লটে সম্প্রচারিত হবে নতুন সিরিয়াল ‘মেয়েবেলা’।
কিন্তু ওই সময়ে তো ‘আলতা ফড়িং’ সম্প্রচারিত হয়। তবে কি নতুন সিরিয়ালের কোপে এবার কপাল পুড়ছে এই সিরিয়ালেরও। তবে না দর্শকদের জানিয়ে রাখি আগামীকাল থেকেই আলতা ফড়িং সম্প্রচারিত হবে সন্ধ্যা সাড়ে সাতটার বদলে আসবে সন্ধ্যা সাড়ে ছ’টার স্লটে। প্রসঙ্গত এই মুহূর্তে স্টার জলসার অন্যতম চর্চিত একটি সিরিয়াল হয়ে উঠেছে আলতা ফড়িং’ (Alta Phoring)।
এমনিতে বেশি টিআরপির লোভে সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয়। ব্যতিক্রম নয় এই আলতা ফড়িং সিরিয়ালও। তাই একসময় সিরিয়ালে ফড়িংয়ের যে ব্যাঙ্ক বাবু তাকে তার স্বপ্ন পূরণের লড়াইয়ে সাহস জুগিয়েছিল এখন দেখা যাচ্ছে সেই-ই প্রধান খলনায়কে পরিণত হয়েছে। এখন ফড়িংয়ের সর্বনাশ করাই তার মূল লক্ষ্য। শুধু তাই নয় টিআরপিতে ভালো নম্বর পেতে আর এক নায়ক অর্জুনের (Arjun) সাথে ইতিমধ্যে বিয়েও হয়ে গিয়েছে ফড়িংয়ের। এমনকি এবার মা-ও হতে চলেছে (Pregnant) ফড়িং।
এখন এই সিরিয়ালের দর্শকদের মনে একটাই প্রশ্ন। নায়ক (Hero) অভ্র কেন খলনায়ক (Villain)? দর্শকদের ইমোশন নিয়ে এইভাবে ছেলেখেলা করার জন্য লাগাতার বেশ কিছুদিন ধরে দর্শকদের তোপের মুখেও পড়েছিলেন এই সিরিয়ালের নির্মাতারা। যার ভালো রকম প্রভাব পড়ে টিআরপি-তেও।