• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষ শুটিংয়ে, মুখে হাসি চোখে জল নিয়েই বিদায় সেলিব্রেশন! মন খারাপ ‘আলতা ফড়িং’ ভক্তদের

বছর খানেক আগে ২০২২ সালের ১০ জানুয়ারি স্টার জলসার (Star Jalsha)পর্দায় শুরু হয়েছিল একেবারে আনকোরা সিরিয়াল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এক বছর পূর্ণ হতেই এবার শেষের পথে আলতা ফড়িংয়ের সফর।  আজই সম্পন্ন হয়েছে এই সিরিয়ালের অন্তিম পর্বের শুটিং (Last Day Of Shooting)। এমনিতেই বেশ কিছুদিন ধরেই জল্পনা চলছিল নতুন সিরিয়ালের (New Serial) সম্প্রচার শুরু হওয়ায় ফুরিয়ে যাবে ফড়িংয়ের সফর।

এমনিতেই এখন টেলিভিশনের পর্দায় নিত্য নতুন বাংলা সিরিয়ালের (Bengali Serial) মেলা। তাই স্বাভাবিকভাবেই নতুনকে জায়গা দিতে জায়গা ছাড়তে হচ্ছে একঝাঁক পুরনো সিরিয়ালকে। তাছাড়া এখন সব সিরিয়ালের ক্ষেত্রে শেষ কথা বলে টি আর পি। তাই কারও বয়স ৭ মাস তো কারও মাত্র ৩ মাস। নতুন সিরিয়ালের কোপে এভাবেই অল্পদিনে শেষ হয়ে যাচ্ছে একঝাঁক সিরিয়াল।

   

বাংলা সিরিয়াল,Bengali Serial,আলতা ফড়িং,Alta Phoring,স্টার জলসা,Star Jalsha,অন্তিম পর্বের শুটিং,Last Day Of Shooting,আবেগপ্রবণ,Emotional

এমনিতেই নতুনের ভীড়ে টিকে থাকার লড়াইয়ে প্রতিযোগিতাটাও স্বাভাবিকভাবেই আরওই বেশি। আমামীকাল থেকেই স্টার জলসার পর্দায় আসছে নতুন সিরিয়াল ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’। এছাড়াও আসছে সাব্যসাচী অভিনীত নতুন সিরিয়াল ‘রামপ্রসাদ’।

বাংলা সিরিয়াল,Bengali Serial,আলতা ফড়িং,Alta Phoring,স্টার জলসা,Star Jalsha,অন্তিম পর্বের শুটিং,Last Day Of Shooting,আবেগপ্রবণ,Emotional

যার ফলে নতুন সিরিয়ালকে জায়গা দিতে প্রথমে ধারাবাহিক সম্প্রচারের সময় বদলের পর এবার একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে এই সিরিয়াল। এমনিতে বেশি টিআরপির লোভে সিরিয়ালে গল্পের গরু গাছে ওঠার বিষয়টি নতুন নয়। ব্যতিক্রম নয় এই আলতা ফড়িং সিরিয়ালও। তাই একসময় সিরিয়ালে ফড়িংয়ের যে ব্যাঙ্কবাবু তাকে তার স্বপ্ন পূরণের লড়াইয়ে সাহস জুগিয়েছিল পরবর্তীতে দেখা যায় সেই-ই প্রধান খলনায়কে পরিণত হয়েছে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,আলতা ফড়িং,Alta Phoring,স্টার জলসা,Star Jalsha,অন্তিম পর্বের শুটিং,Last Day Of Shooting,আবেগপ্রবণ,Emotional

শুধু তাই নয় টিআরপিতে ভালো নম্বর পেতে এন্ট্রি হয় আর এক নায়ক অর্জুনের (Arjun)। তার সাথে বিয়ের পর   ফড়িং ইতিমধ্যেই মা হয়েছে তাঁর সন্তানের। আজই সোশ্যাল মিডিয়ায় সিরিয়ালের অন্তিম পর্বের শুটিংয়ের একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে হাজির হয়েছেন সিরিয়ালের প্রযোজক সুশান্ত ঘোষ।

প্রসঙ্গত দীর্ঘ একবছরের বেশি সময় ধরে দর্শক দেখেছেন এই সিরিয়ালের নায়িকা ফড়িংয়ের স্বপ্ন পূরণের গল্প। এই দীর্ঘ সময়ে একসাথে শুটিং করতে গিয়ে স্বাভাবিকভাবেই এই সিরিয়ালের সমস্ত কলা কুশলীরা একে অপরের পরিবারের মতো হয়ে উঠেছেন। শেষ  দিনের শুটিংয়ে ধরা পড়ল তারই ঝলক। সকলের ভিজে উঠেছিল চোখের  কোণ।

site