• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বর নয় ফুলশয্যার রাতে পাশে শ্বাশুড়ী! ঘুমের মধ্যে হাত পা ছোঁড়ে ফড়িং হেসে কুপোকাত দর্শক

Published on:

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অভ্র,Abhra,নতুন ভিডিও,New Video,ভাইরাল,Viral

সিরিয়াল মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তাই মনের ক্লান্তি দূর করতে সিরিয়াল প্রেমীদের কাছে সিরিয়ালের বিকল্প কিছু নেই। তবে এখন সময়ের সাথেই বদলেছে দর্শকদের রুচি। তাই একঘেয়ে সাংসারিক কূটকচালি কিংবা দু চারটে বিয়ে অথবা পরকীয়া নয় দর্শকদের বরাবরই পছন্দ একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল।

কিছুদিন আগেই স্টার জলসার পর্দায় শুরু হয়েছে এমনই এক ভিন্ন স্বাদের নতুন সিরিয়াল আলতা ফড়িং (Alta Phoring)। সারাদিনের খাটাখাটনি শেষে অবসর সময়ে দর্শকদের একেবারে নির্ভেজাল আনন্দ দিতে অভিনব বিষয়বস্তুর এই ধারাবাহিকের জুড়ি মেলা ভার। সাপ্তাহিক টি আর পি রেটিংয়েও শুরু থেকেই নজরকাড়া স্কোর এনে দিয়েছে পরিচালক সুশান্ত দাসের এই আনকোরা সিরিয়াল আলতা ফড়িং।

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অভ্র,Abhra,নতুন ভিডিও,New Video,ভাইরাল,Viral
এই ধারাবাহিকের নায়িকা আলতা ফড়িং নস্কর (Alta Phoring Naskar) একজন জিমন্যাস্ট। মিষ্টি দেখতে এই ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। অন্যদিকে তার বিপরীতে নায়ক অভ্রর চরিত্রে অভিনয় করছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee)। শুরু থেকেই সিরিয়ালের এই ফড়িং আর বাবুদার (Babuda) কেমিস্ট্রি মন জয় করে নিয়েছে দর্শকদের।

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অভ্র,Abhra,নতুন ভিডিও,New Video,ভাইরাল,Viral

ধারাবাহিকের শুরু থেকেই দেখা যাচ্ছে দুর্দান্ত জিমন্যাস্টিক করে ফড়িং। পরবর্তীতে জানা যায় ফড়িংয়ের মাও জিমন্যাস্টিকে চ্যাম্পিয়ন ছিল। তাই মায়ের অসম্পূর্ণ স্বপ্ন পূরণ করতে চায় ফড়িং। কিছুদিন আগেই সিরিয়ালে এসেছে মোড় ঘোরানো পর্ব। বাড়ির সবার অমতে গিয়ে ফড়িং কে বিয়ে করেছে অভ্র। তার স্বপ্ন পূরণে পাশে থাকার কথাও দিয়েছে সে।

আলতা ফড়িং,Alta Phoring,ফড়িং,Phoring,অভ্র,Abhra,নতুন ভিডিও,New Video,ভাইরাল,Viral

কিন্তু ফড়িং কে এখনও মানতে পারেননি অভ্রর মা। আর ফড়িংকে উঠতে বসতে অপদস্থ করতে সারাক্ষণ ফন্দি আঁটে পৌষালিও। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে সিরিয়ালের নতুন প্রোমো। এই প্রোমোতে দেখানো হচ্ছে ফড়িংয়ের ফুলশয্যার ঝলক। কিন্তু এবারও তা ভন্ডুল করতে হাজির হয় পৌষালি। জানায় ফুলশয্যার রাতে অভ্র নয় তার পাশে শোবে অভ্রর মা। এরপরই সবাইকে চমকে দিয়ে ফড়িং বলে রাতে তার হাত পা ছোঁড়ার বাজে অভ্যাস আছে। একথা শুনে হাসির রোল উঠেছে নেটপাড়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥