সিরিয়াল বরাবরই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। তবে একঘেয়ে সাংসারিক কূটকচালি দেখতে দেখতে খানিকটা বিরক্ত দর্শক। তাই দর্শকদের জন্য একেবারে ভিন্ন স্বাদের সিরিয়াল নিয়ে কিছুদিন আগেই শুরু হয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল আলতা ফড়িং (Alta Phoring)। সারাদিনের খাটাখাটনি শেষে অবসর সময়ে দর্শকদের একেবারে নির্ভেজাল আনন্দ দিতে অভিনব কনটেন্ট নিয়ে হাজির হয়েছে এই ধারাবাহিক।
এখনকার দিনে টি আর পিই শেষ কথা সিরিয়ালে।আর বিগত বেশ কিছুদিন ধরেই সময়টা ভালোই যাচ্ছে স্টার জলসার। একের পর এক ভিন্ন স্বাদের সিরিয়াল যেমন আছে তেমনই টি আর পি চার্টেও নজরকাড়া স্কোর এনে দিয়েছে একাধিক সিরিয়াল। যার প্রভাব গিয়ে পড়ে টিআরপি রেটিংয়ে। এদিক দিয়ে একেবারে শুরুতেই বাজিমাত করেছে পরিচালক সুশান্ত দাসের এই আনকোরা সিরিয়াল আলতা ফড়িং।
এই ধারাবাহিকের নায়িকা আলতা ফড়িং নস্কর (Alta Phoring Naskar) একজন জিমন্যাস্ট। মিষ্টি দেখতে এই ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। অন্যদিকে তার ববিপরীতে ফড়িংয়ের ব্যাংক বাবুবাবু তথা নায়ক অভ্রর চরিত্রে অভিনয় করছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee)। এই সিরিয়ালে ফড়িং আর বাবুদার (Babuda) কেমিস্ট্রি অল্প দিনেই মন ছুঁয়েছে দর্শকদের।
২০২০ সালের গোটা বাংলা তছনছ করে দেওয়া আম্ফান ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে শুরু হয় এই সিরিয়াল। সেই ঝড় বৃষ্টির মধ্যে গ্রামের ছোট্টো মেয়ে ফড়িং হারিয়ে ফেলে তার মাকে। সেখানেই ব্যাংক বাবুর সাথে পরিচয় হয় ফড়িংয়ের। সেসময় মা রাধারানি কে হারিয়ে ফেললেও পরে অনেক কষ্টে নিজের মাকে খুঁজে পেয়েছে ফড়িং। এখন মায়ের সাথে গ্রামেই থাকে সে। আর সেখানেই তার জন্য পাত্র ঠিক করে বিয়ের ব্যবস্থা করেছে ফড়িংয়ের মা।
এরইমধ্যে সিরিয়ালে আসতে চলেছে মোড় ঘোরানো পর্ব। ইতিমধ্যেই দেখা গিয়েছে গ্রামের বাড়িতে থাকা ফড়িংয়ের জন্য মনটা ছটফট করছে বাবুদার। তাই কাওকে কিছু না বলেই ফড়িংয়ের কাছে চলে যায় সে। ফড়িংয়ের থেকে দূরে থেকেই সে বুঝতে পেরেছে ফড়িংয়ের প্রতি এত কীসের টান তার। তাই আর সময় নষ্ট না করে অভ্র গিয়ে ফড়িংকে জানায় সে তাকে ভালোবেসে ফেলেছে। এরপরেই দেখা যায় বিয়ের মন্ডপে সাতপাক ঘুরছে তারা। এই প্রোমো দেখে অনেকেই তাদের শাহরুখ কাজল জুটির সাথে তুলনা করেছেন।