টেলিভিশনের পর্দায় আসতে থাকা নিত্য নতুন সিরিয়ালের ভীড়ে এই মুহূর্তে স্টার জলসার অন্যতম পুরনো একটি সিরিয়াল হল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। শুরু থেকেই এই ধারাবাহিকে নায়িকা আলতা ফড়িং নস্করের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালি মন্ডল (Kheyali Mondal)। সাংসারিক কূটকচালি কিংবা পরকীয়ার বাইরে ছক ভাঙা এই সিরিয়ালের গল্প অল্প দিনেই মন জয় করেছিল দর্শকদের।
গ্রামের মেয়ে ফড়িং-এর জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে তৈরী এই সিরিয়ালে শুরু থেকেই তাঁর বিপরীতে নায়ক অভ্রর চরিত্রে দেখা গিয়েছে অভিনেতা অর্ণব ব্যানার্জিকে। ফড়িংয়ের স্বপ্ন পূরণের লড়াইয়ে শুরু থেকে সাহস জুগিয়েছিল তার ব্যাঙ্ক বাবু। কিন্তু এখন দেখা যাচ্ছে সিরিয়ালের প্রধান নায়কই খলনায়কে পরিণত হয়েছে। এখন ফড়িংয়ের সর্বনাশ করাই তার লক্ষ্য।
সেইসাথে কিছুদিন আগেই সিরিয়ালে এন্ট্রি হয়েছে নতুন নায়ক অর্জুনের। এই চরিত্রে অভিনয় করছেন গঙ্গারাম খ্যাত জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসু। যারা এই সিরিয়াল নিয়মিত দেখেন তারা জানেন সম্প্রতি অর্জুনের জীবনেও এসেছে নতুন টুইস্ট। এতদিন যে বাড়ির ছেলে হিসাবে সবার কাছে নিজের পরিচয় দিত অর্জুন হঠাৎ করে জানা গেল সে আসলে ওই বাড়ির ছেলেই নয়।
এরইমধ্যে এসে গিয়েছে সিরিয়ালের একটি নতুন প্রোমো। সেখানে দেখা যাচ্ছে একেবারে নতুন কনের সাজে টুকটুকে লাল বেনারসি আর মাথায় মুকুট পরে বিয়ের মণ্ডপের দিকে আসছে ফড়িং। আর তার দুপাশে দাঁড়িয়ে রয়েছে তাঁর দুই মা। এর পরেই দেখা যায় ফড়িং বিয়ের মণ্ডপে বসতেই তাঁর সিঁথিতে সিঁদুর পরিয়ে দিচ্ছে অর্জুন।
সিরিয়ালের এই নতুন প্রোমো (New Promo) চ্যানেল কর্তৃপক্ষের তরফে আজই শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই ভিডিও দেখে দর্শকমহলে তৈরী হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ ট্রোল (Troll) করে লিখেছেন সিরিয়ালের নাম ‘আলতা ফড়িং থেকে পাল্টে গঙ্গাফড়িং করে দেওয়া হোক’। আবার কেউ লিখেছেন ‘সব সিরিয়ালে দুটো করে বিয়ে দেখায় কেন বুঝি না। এটা সমাজে খারাপ প্রভাব বলে’।