• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যেমন অভিনয় তেমনি কন্ঠে সুর, আলতা ফড়িংয়ের ‘অর্জুন’র গানে মুগ্ধ নেটপাড়া

Published on:

Alta Phoring Arjun Actor Abhishek Bose singing video praised by netigens

বরাবরই বাংলা সিরিয়ালের (Bengali Serial) জগতে অত্যন্ত পরিচিত একজন অভিনেতা হলেন অভিষেক বসু (Abhishek Bose) ছোট পর্দার দর্শকদের  কারও কাছে তিনি নেতাজি তো কারও কাছে আবার ‘গঙ্গারাম’ নামে পরিচিত তিনি। যদিও এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে স্টার জলসার (Star Jalsha) জনপ্রিয় মেগা সিরিয়াল ‘আলতা ফড়িং’য়ে (Alta Phoring) অর্জুন চরিত্রে।

যদিও এই সিরিয়ালের মাঝপথে আসল নায়ক অভ্র অভিনেতা অর্ণব ব্যানার্জীকে খলনায়ক বানিয়ে তাঁকে অর্থাৎ অর্জুনকে করে দেওয়ায় প্রথম দিকে দর্শকদের একটা বড় অংশের ক্ষোভের মুখে পড়েছিলেন অভিষেক। তবে সময়ের সাথে নিজের সাবলীল অভিনয় গুণে অর্জুন রূপেই আবারও তিনি বেশ পাকাপাকি ভাবেই জায়গা করে নিযেছেন দর্শকদের মনে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অভিষেক বসু,Abhishek Bose,গঙ্গারাম,Gangaram,স্টার জলসা,Star Jalsha,অভিনয়,Acting,Sসুপার সিঙ্গার,uper Singer,গান,Singing,দর্শকদের প্রশংসা,Audience Praise

তাই টেলি অভিনেতা অভিষেক বসুর অভিনয় দক্ষতা নিয়ে নতুন করে কিছুই বলার নেই। ইতিপূর্বে অভিনয়ের পাশাপাশি ছোটপর্দার এই অভিনেতার আরও একটি বিশেষ প্রতিভার পরিচয় পেয়েছেন দর্শক। স্টার জলসার জনপ্রিয় নাচের রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’এর গত সিজনে প্রতিযোগীদের মেন্টর হিসাবে হাজির ছিলেন তিনি।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অভিষেক বসু,Abhishek Bose,গঙ্গারাম,Gangaram,স্টার জলসা,Star Jalsha,অভিনয়,Acting,Sসুপার সিঙ্গার,uper Singer,গান,Singing,দর্শকদের প্রশংসা,Audience Praise

সেখানেই তাঁর দুর্দান্ত সব নাচের পার্ফমেন্স দেখেছেন দর্শক। কিন্তু অনেকেই হয়তো জানেন না নাচ আর অভিনয়ের পাশাপাশি অভিষেকের রয়েছে আরও একটি বিশেষ গুণ। এবার দেখা গেল আগের সিরিয়াল গঙ্গারামের মতোই বাস্তবেও কিন্তু দারুন গান গাইতে পারেন এই অভিষেক। খুব শিগগিরই নিজের গান শোনাতে তিনি আসছেন স্টার জলসার জনপ্রিয় গানের রিয়ালিটি শো ‘সুপার সিঙ্গার’এর মঞ্চে।

বাংলা সিরিয়াল,Bengali Serial,অভিষেক বসু,Abhishek Bose,গঙ্গারাম,Gangaram,স্টার জলসা,Star Jalsha,অভিনয়,Acting,Sসুপার সিঙ্গার,uper Singer,গান,Singing,দর্শকদের প্রশংসা,Audience Praise

এদিন সোশ্যাল মিডিয়ায় চ্যানেলের তরফে সোশ্যাল মিডিয়ার পাতায় পর্দার গঙ্গারামের গান গাওয়ার ভিডিও শেয়ার করে লেখা হয়েছে ‘জনপ্রিয় অভিনেতা অভিষেকের অসাধারণ পারফরম্যান্স মাতিয়ে দিলো সুপার সিঙ্গার সিজন-৪ এর মঞ্চ’।

গানের অনুষ্ঠানের আসন্ন পর্বে গিটার বাজিয়ে জনপ্রিয় হিন্দি গান ‘মাসাককালি’ গেয়ে শোনাবেন অভিষেক। তাঁর সেই গান গাওয়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে অনুরাগীদের মধ্যে। পর্দার গঙ্গারামের আসল গানের গলা শুনে এককথায় মুগ্ধ দর্শকদের একটা বড় অংশ। তাই সকলেই কমেন্ট সেকশনে গিয়ে অভিষেকের গানের গলার ঢালাও প্রশংসা করেছেন।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥