এই মুহূর্তে স্টার জলসার অন্যতম জনপ্রিয় সিরিয়াল হল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। ধারাবাহিকে নায়িকা আলতা ফড়িং নস্করের চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী খেয়ালি মন্ডল (Kheyali Mondal)। প্রসঙ্গত মুখ্য চরিত্রে এই প্রথম অভিনয় করছেন খেয়ালি। এর আগে কালার্স বাংলার জনপ্রিয় সিরিয়াল ‘মৌ এর বাড়ি’-তে পার্শ্ব অভিনয় করেও বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি।
এতদিনে অনেকেই হয়তো জানেন অভিনয় ছাড়াও একাধিক গুণ রয়েছে এই অভিনেত্রীর। সিরিয়ালের চরিত্রের মতোই বাস্তবেও দারুণ জিমন্যাস্টিকস করতে পারেন খেয়ালি। জানা যায় ক্লাস ফাইভ থেকেই নিয়মিত জিমন্যাস্টিকস শিখেছেন তিনি। এখন খেয়ালীর বয়স মাত্র ২০। বর্তমানে ভাগ্যচক্রে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিলেও ছোট থেকেই নাচ ভালোবাসেন খেয়ালি।
নাচেও পারদর্শী খেয়ালি একসময় নাচের কারণেই জিমন্যাস্টিকস শিখেছিলেন। এমনকি এখনও তার সেই অভ্যাস রয়ে গিয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে দেখা যায় খেয়ালীর নাচ কিংবা জিমন্যাস্টিকসের ভিডিও । জানেন হিপহপ, ব্যালের মতো নাচও। শুধু তাই নয় গান, আঁকাতেও পারদর্শী। জানা গিয়েছে ২০২০ সালে ‘কলা উৎসব’-এ জাতীয় পুরস্কার পেয়েছেন পর্দার ফড়িং।
তবে খেয়ালি এখন বাংলা সিরিয়ালের অভিনেত্রী হলেও তিনি স্বপ্ন দেখেন অনেক বড়। সম্প্রতি এক সংবাদমাধ্যমে ছোটপর্দার এই অভিনেত্রী জানিয়েছেন তাঁর স্বপ্ন হলিউডের (Hollywood) মার্ভেল সিরিজে (Marvel Series) অভিনয় করা। শুধু মার্ভেল সিরিজই নয় খেয়ালির স্বপ্ন কোরিয়ান ছবিতেও অভিনয় করা। যার জন্য নাকি এখন থেকেই রীতিমতো কোরিয়ান ভাষাও শিখেছেন অভিনেত্রী।
View this post on Instagram
সংবাদমাধ্যমে খেয়ালি জানিয়েছিলেন, কখনো মার্ভেলে সিরিজে অভিনয়ের সুযোগ পেলে নিজেকে সেভাবে তৈরি করবেন। প্রসঙ্গত ফড়িং চরিত্রে অভিনয় করে অল্প দিনেই দারুন জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী। তাই কোথাও গেলে এখন মানুষজন তাকে ফড়িং বলেই ডাকে। এমনকি সিরিয়ালের শুটিং ফ্লোরেও সহ অভিনেতারা তাকে ফড়িং বলেই ডাকেন।