• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শেষমেষ বরকে ভাই বানিয়ে দিল! ফড়িংয়ের ব্যাঙ্কবাবুকে ভাইফোঁটা দেওয়া দেখে খিল্লি দর্শকদের

বাংলা টেলিভিশনের (Bangla Serial) জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে একটি হল ‘আলতা ফড়িং’ (Alta Phoring)। এই মুহূর্তে ধারাবাহিকে একাধিক টুইস্ট এনে জমজমাট করার চেষ্টা করা হলেও, বাস্তবে তা কিছুতেই হচ্ছে না। সব যেন কেমন গোলমেলে লাগছে দর্শকদের। অভ্র (Abhra) কি আদৌ ভালো নাকি তিনি খলনায়ক, তাই অনেকে ধরতে পারছেন না।

আসলে ব্যক্তিগত কারণে বেশ কিছুদিনের জন্য কাজ থেকে বিরতি নিয়েছিলেন ধারাবাহিকের নায়ক অভ্রের চরিত্রে অভিনয় করা অর্ণব বন্দ্যোপাধ্যায় (Arnab Banerjee)। ধারাবাহিকে দেখানো হয়েছিল, মা দুর্গার বিসর্জনে গিয়ে জলে ভেসে গিয়েছে অভ্র। আর ফড়িং (Phoring) এখন স্বামীর খোঁজ করছে। এই সময়ই তাঁর জীবনের নতুন নায়ক অর্জুন হিসেবে এন্ট্রি হয়েছে জনপ্রিয় টেলি অভিনেতা অভিষেক বসুর।

   

Phoring and Bankbabu

এসবের মাঝেই অভ্রকে এখন আবার খানিক নেতিবাচকভাবে দেখানো শুরু হয়েছে ‘আলতা ফড়িং’এ। সব মিলিয়ে এখন একটু ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। তবে বিরতি কাটিয়ে এখন সম্ভবত অর্ণব ফিরে এসেছেন। কারণ ভাইফোঁটার দিন শ্যুটিংয়ে দেখা গিয়েছে তাঁকে।

আর এই ভাইফোঁটার দিনেই স্বামী অভ্রকে ফোঁটা দিয়েছেন পর্দার ফড়িং অর্থাৎ অভিনেত্রী খেয়ালী মণ্ডল (Kheyali Mondal)। হ্যাঁ, ঠিকই দেখছেন। একটি নামী সংবাদমাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে সম্পূর্ণ দৃশ্যটি। আর সেই ছবি, ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হাসির রোল উঠেছে।

Phoring Bankbabu Bhaiphota

আসলে পর্দায় স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করলেও বাস্তবে অর্ণব এবং খেয়ালীর মধ্যে সম্পর্কটা একেবারেই দাদা এবং বোনের মতো। অর্ণবকে খেয়ালী ‘দাদা’ বলেই ডাকেন এবং দাদার চোখেই দেখেন। আর সেই কারণেই ভাইফোঁটার দিন আর পাঁচজন বোনের মতো তিনি নিজের অর্ণব ‘দাদা’কে ফোঁটা দিয়েছেন।

Phoring Bankbabu Bhaiphota

যদিও সোশ্যাল মিডিয়ায় সম্পূর্ণ বিষয়টি নিয়ে ট্রোলিং হয়েই যাচ্ছে। নেটিজেনদের একাংশের মতে, এভাবে যদি পর্দার স্বামীকে প্রকাশ্যে ভাইফোঁটা দেয় তাহলে কটাক্ষ তো শুনতেই হবে। আবার অনেকে কটাক্ষ করে এও বলেছেন যে এখন তো ফড়িং ব্যাঙ্কবাবুকে ভাইয়া বানাবেই। কারণ তাঁকে তো অর্জুনকে সাইয়া বানাতে হবে। এই জন্যই তো এত তাড়াহুড়ো করে অভ্রকে ফোঁটা দিয়েছে ফড়িং।