• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বৃথা সব চেষ্টা,ধরা পড়েই গেল ফড়িং! ধাক্কা মেরে বাইরে বের করে দিল ব্যাংক বাবুর বাড়ির সবাই

সাংসারিক কূটকচালি থেকে বেরিয়ে একেবারে নতুন বিষয় নিয়ে শুরু হয়েছে স্টার জলসার নতুন সিরিয়াল আলতা ফড়িং। সারাদিনের খাটাখাটনি শেষে অবসর সময়ে এসব একঘেয়ে ঘ্যানঘ্যানে বিষয় দেখতে একেবারেই পছন্দ করেন না দর্শকরা। তাই দর্শকদের একেবারে নির্ভেজাল আনন্দ দিতে অভিনব কনটেন্ট নিয়ে হাজির হয়েছে এই ধারাবাহিক।

উল্লেখ্য বিগত বেশ কিছুদিন ধরেই স্টার জলসার একের পর এক একঘেয়ে সিরিয়াল দেখতে দেখতে হাঁপিয়ে উঠেছেন দর্শকরা। যার প্রভাব গিয়ে পড়ে টিআরপি রেটিংয়ে। তাই একের পর এক নতুন সিরিয়াল নিয়ে আসতে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ। এদিক দিয়ে একেবারে শুরুতেই বাজিমাত করেছে পরিচালক সুশান্ত দাসের এই আনকোরা সিরিয়াল আলতা ফড়িং (Alta Phoring)।

   

আলতা ফড়িং,Alta Fhoring,অভ্র,Abhra,নতুন প্রোমো,New Promo
এই ধারাবাহিকের নায়িকা আলতা ফড়িং নস্কর একজন জিমন্যাস্ট। মিষ্টি দেখতে এই ফড়িংয়ের চরিত্রে অভিনয় করছেন খেয়ালী মন্ডল (Kheyali Mondal)। অন্যদিকে তার ববিপরীতে ফড়িংয়ের ব্যাংক বাবুর চরিত্রে অভিনয় করছেন অভিনেতা করছেন ছোটো পর্দার জনপ্রিয় অভিনেতা অর্ণব ব্যানার্জী (Arnab Banerjee)।

আলতা ফড়িং,Alta Fhoring,অভ্র,Abhra,নতুন প্রোমো,New Promo

২০২০ সালের গোটা বাংলা তছনছ করে দেওয়া আম্ফান ঘূর্ণিঝড়ের প্রেক্ষাপটে শুরু হয় এই সিরিয়াল। সেই ঝড় বৃষ্টির মধ্যে গ্রামের ছোট্টো মেয়ে ফড়িং হারিয়ে ফেলে তার মাকে। সেখানেই ব্যাংক বাবুর সাথে পরিচয় হয় ফড়িংয়ের। সেইসময় থেকেই ওই ব্যাংক বাবুর সাথেই মা রাধারানী নস্কর খুঁজে বেড়াচ্ছে ফড়িং।

আলতা ফড়িং,Alta Fhoring,অভ্র,Abhra,নতুন প্রোমো,New Promo

ইতিমধ্যেই সিরিয়ালে দেখা গেছে ওই ব্যাংক বাবুর পিছু ধরেই লুকিয়ে তার গাড়িতে চেপে সোজা তার বাড়ি এসে উঠেছে ফড়িং। আর বাড়িতে অভ্র মায়ের ভীষণ বাধ্য ছেলে। সেই মাকে লুকিয়েই ফড়িং কে নিজের ঘরে রেখে দিয়েছে অভ্র। আর কখনও কার্নিশে তো কখনও পর্দার আড়ালে তাকে দেখে সবাই ভুতের ভয় পেতে শুরু করে বাড়িতে। এরই মধ্যে সিরিয়ালের নতুন প্রোমোতে দেখা যাচ্ছে ধরা পড়ে যাচ্ছে ফড়িং। এরপরেই সঙ্গে সঙ্গে তাকে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়।