দিনে দিনে সিরিয়াল আর বিনোদন কথাটি যেন একে অপরের পরিপূরক নয় উঠেছে। আর এখন তো সপ্তাহ জুড়ে চলতে থাকে একের পর এক বিনোদন মূলক সিরিয়াল। পাশাপাশি দর্শকদের স্বাদ বদল করতেও এখন নিয়ে আসা হচ্ছে নিত্যনতুন ভিন্ন স্বাদের কন্টেন্টের ওপর। আর ইদানিং কম বেশি সব সিরিয়ালেই বিশেষভাবে গুরুত্ব পাচ্ছে একাধিক নারীকেন্দ্রিক চরিত্র।
ইতিমধ্যেই বাংলা সিরিয়ালে মেয়েদের ফুটবল খেলা থেকে শুরু করে ক্রিকেট খেলা এমনকি প্লেন ওড়াতেও দেখা গিয়েছে। এবার কিছুদিন আগেই এক গ্রামের মেয়ে ফড়িংয়ের জিমন্যাস্টিক খেলা নিয়ে শুরু হয়েছে নতুন সিরিয়াল ‘আলতা ফড়িং’। ধারাবাহিকে নায়িকা আলতা ফড়িং নস্করের চরিত্রে অভিনয় করছেন টেলিভিশন ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ খেয়ালি মন্ডল (Kheyali Mondal)।
খেয়ালির জিমন্যাস্টিক খেলা নিয়ে নতুন করে আর কিই বা বলার আছে! জানা যায় ক্লাস ফাইভ থেকেই নিয়মিত জিমন্যাস্টিকস শিখেছেন তিনি। বর্তমানে ভাগ্যচক্রে কলেজে ওঠার পরেই সুযোগ চলে আসে ধারাবাহিকে অভিনয়ের। তবে অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিলেও ছোট থেকেই নাচ ভালোবাসেন খেয়ালি। রীতিমতো নিয়ম মেনে নাচের প্রশিক্ষণ নিয়েছেন খেয়ালি। তাই নাচেও দারুন পারদর্শী খেয়ালি।
আগে একবার খেয়ালি নিজেই জানিয়েছিলেন মূলত নাচের কারণেই নাকি জিমন্যাস্টিকস শিখেছিলেনতিনি। ,এমনকি এখনও তার সেই অভ্যাস রয়ে গিয়েছে। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (Viral) হতে দেখা যায় খেয়ালীর নাচ কিংবা জিমন্যাস্টিকসের ভিডিও। এরইমধ্যে সম্প্রতি স্টার জলসার তরফে আয়োজন করা হয়েছিল অল বেঙ্গল ইনভিটেশনাল ওমেন আর্টিস্টিক জিমন্যাস্টিক কম্পিটিশন।
এদিন সেখানেই উপস্থিত ছিলেন আলতা ফড়িং ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী খেয়ালী মণ্ডল। সম্প্রতি উত্তরপাড়া সারথী ক্লাবে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। সেখানেই এদিন বিজয়ীদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছে অভিনেত্রী খেয়ালী মণ্ডলকে। প্রসঙ্গত দিনভর সিরিয়ালের শুটিংয়ের চাপ থাকে অভিনেত্রীর। তাই সেসবের মাঝেই যখন মানুষের ভালোবাসা পান তখন তিনি বুজতে পারেন তিনিও নায়িকা হয়েছেন।
তাই কোথাও গেলে মানুষজন যখন তাকে দেখে চিনতে পারেন তখন যে অনুভূতিটা হয় সেটা নাকি বড্ড ভালো লাগে খেয়ালির। তবে একটা আফসোস ও রয়েছে নায়িকার। সেটা হল এখন কেউ তাকে তার নিজের নাম আর ডাকে না। এমনকি সিরিয়ালের শুটিং ফ্লোরেও সহ অভিনেতারা তাকে ফড়িং বলেই ডাকেন। যদিও তারা দুজনেই একই মানুষ তাও নিজের নামে ডাকলেই বেশি ভালো লাগে বলে জানিয়েছেন অভিনেত্রী। সেইসাথে এদিন তিনি জানিয়েছেন প্রথম প্রথম সিরিয়ালের টি আর পি নিয়ে ভাবলেও এখন সেসব নিয়ে আর চিন্তায় থাকেন না তিনি।